রাতে বাড়িতে হামলা, দিনে ফের প্রাণনাশের হুমকি, বুথ ছেড়ে চলে এলেন BJP এজেন্ট

রাতে বাড়িতে হামলা, দিনে ফের প্রাণনাশের হুমকি, বুথ ছেড়ে চলে এলেন BJP এজেন্ট

 শান্তিপুর:  সকাল থেকে তেমন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শান্তিপুরে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে৷ গতকাল রাতেই বাড়ি এসে হুমকি দেওয়া হয় বিজেপি কর্মী তাপস দাসকে৷ আজ সকালে বুথে গেলে ফের হুমকি পেয়ে বুথ ছেড়েই তলে এলেন এজেন্ট৷ যার জেরে দীর্ঘক্ষণ ফাঁকা পড়ে থাকে বুথ৷ খবর পেয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে যান দলের প্রার্খী নিরঞ্জন বিশ্বাস৷ 

আরও পড়ুন- বিজেপি-কংগ্রেস সমঝোতা করে আমার বিরুদ্ধে লড়াই করছে: মমতা

গতকাল রাতে শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১৫  নম্বর বুথের বিজেপি এজেন্টের বাড়িতে ভাঙচুর করা ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ, গতকাল রাতে ওই বিজেপি এজেন্টের বাড়িতে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ বিজেপির বুথ সভাপতি তথা বিজেপি এজেন্ট আজ যখন বুথের ভিতরে ছিলেন তখন তাঁর বাড়িতে ফের প্রাণনাশের  হুমকি আসে। ভয়ে ওই এজেন্ট বুথ ছেড়ে বাড়িতে চলে আসেন। বুথ সভাপতি অমিত সরকার বলেন, যেহেতু তিনি বিজেপির ২৫০ নম্বর বুথের এজেন্ট হয়েছেন সেই কারণেই তাঁর বাড়িতে এই হামলা চালানো হয়েছে। এদিন তিনি যখন বুতের ভিতর ছিলেন তখন ফের বাড়িতে হুমকি আসে। সেই কারণেই  বুথ ছেড়ে চলে আসতে হয় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =