বিজেপি-কংগ্রেস সমঝোতা করে আমার বিরুদ্ধে লড়াই করছে: মমতা

বিজেপি-কংগ্রেস সমঝোতা করে আমার বিরুদ্ধে লড়াই করছে: মমতা

কলকাতা:  গোয়া থেকে কংগ্রেসকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, আমরা ভোট ভাগাভাগি চাই না৷ কিন্তু একে অপরের সঙ্গে সমঝোতা করছে বিজেপি ও কংগ্রেস৷ কোনও দল সিদ্ধান্ত নিতে না পারলে তার দায়৷ অন্য দলের নয়৷ কংগ্রেস বিজেপি’র বিরুদ্ধে লড়াই না করে আমার বিরুদ্ধে লড়াই করছে, আমি কি ওদের ফুল দেবে? 

আরও পড়ুন- খড়দায় ধুন্ধুমার, হাতেনাতে জাল ভোটার ধরলেন বিজেপি প্রার্থী

তাঁর কথায়, কংগ্রেসের জন্যেই শক্তিবৃদ্ধি হয়েছে মোদীর৷ বিজেপি’কে আটকাতে ব্যর্থ কংগ্রেস৷ কোনও দল সিদ্ধান্ত নিতে না পারলে তার ফল কেন গোটা দেশ ভোগ করবে? মমতা বলেন, ওরা অনেক সুযোগ পেয়েছে৷ ওরা বিজেপি’র বিরুদ্ধে লড়াই না করে আমার রাজ্যে আমার বিরুদ্ধে লড়াই করছে৷ ‘Morning shows the day’৷ আমার রাজ্যে ওরা আমার দলের বিরোধিতা করার পর কী করে আশা করে আমি ওদের দিকে ফুল বাড়িয়ে দেব৷

একুশের বিধানসভা ভোটে বুপিল জয়ের পরেই মতা বন্দ্যেপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এবার বাংলার বাইরেই খেলা হবে। ইতিমধ্যেই ত্রিপুরায় শাখা প্রশাখা বিস্তার করা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে লক্ষ্য শুধু ত্রিপুরা নয়৷ মমতার পাখির চোখ গোয়াও৷ সে রাজ্যে তৃণমূলের স্লোগান ‘এ নিউ ডন ফর গোয়া’৷ যাঁর অর্থ গোয়ার জন্য এক নতুন সকাল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =