জনকে কাছে টেনে উদ্দাম যৌনতা! কী ভাবে সম্ভব? ‘বিপশাকে টিপস দিয়েছিলেন পুজা

জনকে কাছে টেনে উদ্দাম যৌনতা! কী ভাবে সম্ভব? ‘বিপশাকে টিপস দিয়েছিলেন পুজা

মুম্বই:  বলিউডে বিপাশা মানেই উন্মাদনা, বিপাশা মানেই শরীরী উত্তেজনা৷ তাঁর শরীরী আবেদনকে উপেক্ষা করতে পারে, এমন মানুষ বোধ হয় হাতেগোনা৷ লাস্যময়ী বঙ্গ তনয়ার শরীরী হিল্লোলে বুঁদ নেটিজেনরা৷ তাঁর বোল্ড লুক বারেবারেই নেটিজেনদের বোল্ড আউট করেছে৷ সাবলীল সাহসী দৃশ্যে রুপোলি পর্দায় ঝড় তুলেছেন বিপাশা৷ তিনি তাঁর শরীরী বিভঙ্গে হয়ে উঠেছে ‘সেক্সবম্ব’৷ কিন্তু জানেন কি পর্দায় আগুন জ্বালানো বঙ্গ তনয়াকে রোমান্টির দৃশ্যে অভিনয় করার জন্যেও টিপস নিতে হত৷ হ্যাঁ, এটাই সত্যি৷ জিসম ছবিতে বেপরোয়া যৌন দৃশ্যে অভিনয় করার আগে তিনি কাজে লাগিয়েছিলেন পুজা ভাটের কৌশলকেই৷ 

আরও পড়ুন- দিশা পাটানির সঙ্গে জুটি বাঁধার পর ব়্যাপ অবতার, ‘বিগ বস’ বদলে দিল আসীম রিয়াজের জীবন

বলিউডে বরাবরই নিজের দাপট দেখিয়েছেন বিপাশা৷ চিনিয়েছেন নিজের ‘জাত’৷ তবে কেরিয়ারের শুরুর দিকে তিনি অভিনয় করেছে ‘জিসম’-এর মতো ছবিতে৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে নেগেটিভ চরিত্রে৷ সাবলীল অভিনয় দক্ষতায় সেই নেগেটিভ চরিত্রকেও অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন৷ তাঁর যৌন আবেদনে মজেছে ভক্তকুল৷ রোমান্টিক দৃশ্যেও বিপাশা অনবদ্য৷ প্রতিটি চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন এবং সাফল্যের সঙ্গে তা পূরণও করেছেন৷ কিন্তু এহেন এক অভিনেত্রীকেও নাকি টিপস নিতে হত৷ এটাই বাস্তব৷ জিসম ছবিতে জন আব্রাহামের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে, তাঁকে কাছে টেনে নেওয়ার আগে পুজা ভাটের পরামর্শ নিয়েছিলেন বিপাশা৷ যে ছবির মূল ইউএসপি’ই ছিল বিপাশার উষ্ণতা আর জনের সঙ্গে তাঁর কেমিস্ট্রি৷  তাঁদের উদ্দাম যৌনতা আর লিপলক৷

আরও পড়ুন- সবজির দাম শুনেই মাথায় হাত রাখীর! ব্যাগ ফেলে রেখেই গাড়িতে উঠলেন ড্রামা কুইন

এ বিষয়ে পুজা জানান, বিপাশাকে এমন কোনও কিছু বলা হত না যাতে তিনি অস্বস্তিতে পড়েন৷ তাঁর টিপস ছিল, দ্বিধা থাকলে চলবে না৷ ঘনিষ্ঠ দৃশ্যকে দর্শকের কাছে বাস্তব করে তুলতে হবে৷ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় অবশ্য বিশেষ কয়েকজন কলাকুশলী ছাড়া সেখানে কেউ উপস্থিত থাকত না৷ ফলে তেমন অস্বস্তি হত না বিপাশার৷ এর পর জনের সঙ্গে দীর্ঘ ৯ বছর সম্পর্কে ছিলেন বলিউডের সেক্সবম্ব৷ সায়া ছবির সেট থেকেই হয়েছিল সম্পর্কের সূত্রপাত৷ পরে অবশ্য দু’জনের পথ ভিন্ন হয়ে যায়৷  তবে তাঁদের ব্রেক আপের কারণ আজও অজানা৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 18 =