সবজির দাম শুনেই মাথায় হাত রাখীর! ব্যাগ ফেলে রেখেই গাড়িতে উঠলেন ড্রামা কুইন

সবজির দাম শুনেই মাথায় হাত রাখীর! ব্যাগ ফেলে রেখেই গাড়িতে উঠলেন ড্রামা কুইন

মুম্বই:  বলিউডে হট আইটেম গার্লদের কথা বললেই মনে আসে রাখী সাওয়ান্তের নাম৷ তিনি ড্রামা কুইন হিসাবেও বেশ পরিচিত৷ আরও একবার সেই ড্রামা দেখলেন নেটিজেনরা৷ 

আরও পড়ুন- করোনার কবলে সোনু সুদ, উদ্বিগ্ন ভক্তরা

সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর রাখী সাওয়ান্ত৷ তিনি বারেবারে ধরা দিয়েছেন  ‘বোল্ড’ অবতারে৷ সঙ্গে বেশ নাটুকেপনা জড়িয়ে থাকে তাঁর সব কাজে৷ এবারও ব্যতিক্রম হল না তার৷ এদিন গাড়িতে যাওয়ার সময় তিনি নিজেই জানতে চান আশেপাশে কোনও সবজির দোকান রয়েছে কিনা৷ দোকানে গিয়ে তিনি একটার পর একটা সবজি অর্ডার করতে থাকেন৷ সবজিওয়ালা তাঁর সবজি ওজন করার ফাঁকে রাখি মজলেন পাপারাৎজিদের সঙ্গে৷ ঠিক তখনই শুরু হল তাঁর নাটক৷ নানা রকম কাণ্ড কারখানা করে সকলকে মাস্ক পরার বার্তা দিলেন তিনি৷ ইতিমধ্যে সবজি প্যাকিং কমপ্লিট৷ কিন্তু দাম জিজ্ঞাসা করতেই বাঁধল বিপত্তি৷ সবজিওয়ালা বলেন, ১৬৫০ টাকা হয়েছে৷ ব্যাস! দাম শুনেই তাঁর মাথা ঘুরে যায়৷ বলেন সবজি বিক্রেতা তাঁকে ঠাকাচ্ছেন৷ খুব জোড় ৫০০ টাকার সবজি হবে বলে দাবি করেন বিগ বস ১৪-র ফাইনালিস্ট৷ এর পর  রেগে মেগে চিৎকার করতে করতে খালি হাতেই গাড়িতে উঠে বসেন৷ তিনি বললেন “সবজি বিক্রেতা লোকজনকে লুট করছে৷’’ এই ভিডিয়ো শেয়ার হতেই নিমেশে ভাইরাল৷  এদিন তিনি পরেছিলেন ধূসর টি-শার্ট এবং লাল ডেনিম স্কার্ট৷ চুলে ছিল বিনুনি৷

আরও পড়ুন- কালো বিকিনি টপের ফাঁকে সুস্পষ্ট ক্লিভেজ, মধুমিতার মারকাটারি ফিগারে ফিদা নেটিজেনরা

প্রসঙ্গত, রাখী বিভিন্ন সময় পাপারাৎজিদের লেন্সবন্দী হয়ে থাকেন৷ ক’দিন আগেও রাস্তার ধারে ডাব কেনার সময় তিনি শাটারবাগদের লেন্সবন্দী হন৷ সে দিন তিনি এলাকায় গরিব বাচ্চাদের ডাব কিনে দিয়েছিলেন৷ এমনকী কিছু বাচ্চাকে বলেছিলেন তাঁর সামনে নাচতে৷ এর পর পুরস্কার হিসাবে তাঁদের আপেলও কিনে দেন৷ রাখীর কথায়, এর আগে মানুষ তাঁকে সে ভাবে পাত্তা দিত না৷ পাপারাৎজিরাও তাঁকে অতটা প্রাধান্য দিত না৷ কিন্তু এই রিয়্যালিটি শো তাঁকে নতুন করে স্বীকৃতি এনে দিয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =