কালো বিকিনি টপের ফাঁকে সুস্পষ্ট ক্লিভেজ, মধুমিতার মারকাটারি ফিগারে ফিদা নেটিজেনরা

কালো বিকিনি টপের ফাঁকে সুস্পষ্ট ক্লিভেজ, মধুমিতার মারকাটারি ফিগারে ফিদা নেটিজেনরা

কলকাতা: বাঙালির বর্ষবরণ মানেই সাবেকিয়ানার ছোঁয়া৷ এই দিনটায় শাড়িতেই নিজেকে মেলে ধরতে বেশি পছন্দ করেন মেয়েরা৷ কিন্তু তিনি সবার থেকে হটকে৷ তাই তো ট্র্যাডিশনাল পোশাক নয়, বরং মধুমিতা ধরা দিলেন ওয়েস্টার্ন লুকে৷ আর তাতেই ঘায়েল করলেন নেটিজেনদের৷ 

আরও পড়ুন- শরীরি হিল্লোলে মোহময়ী লাস্য! খুশি’র আগুনে কুপোকাৎ নেটপাড়া

ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ, দাপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা সরকার৷ তাঁর স্টাইল স্টেটমেন্ট এক কথায় অনবদ্য৷ নববর্ষের সূচনায় মধুমিতা ধরা দিলেন ব্ল্যাক বিউটি রূপে৷ কালো রংয়ের বিকিনি টপের উপর কালো ব্লেজার আর কালো প্যান্টে মধুমিতা হয়ে উঠেছিলেন সুপার হট৷ বিকিনি টপের ভিতর দিয়ে সুস্পষ্ট হয়ে উঠেছে তাঁর বক্ষবিভাজিকা৷  

তাঁর খোলা চুলে মন হারিয়েছেন নাজানি কত পুরুষ৷ অভিনেত্রীর মারকাটারি ফিগারে দিওয়ানা লাখো অনুরাগী৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর রিল ভিডিয়ো ঘুম উড়িয়েছে ভক্তদের৷ নিজের হট অবতারে বরাবরই ভক্তদের মন জিতে নিতে বেশ পটু পর্দার পাখি৷ তবে বোল্ড ফটোশ্যুটের জন্য বহুবার ট্রোলড হতে হয়েছে তাঁকে৷ কিন্তু তাতে তিনি ডোন্ট কেয়ার৷ তাঁর শরীরি আবেদন উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ শুধু তাই নয়, তাঁর এই সুপার হট লুকের তারিফ করেছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান৷ তাঁর রিল ভিডিয়োতে লাইক করেছেন তিনি৷ 

আরও পড়ুন- একে অপরে মন হারিয়ে হাতে হাত রেখে সাদরে বর্ষবরণ প্রমিতা-রুদ্রজিতের

মধুমিতার চাবুক ফিগার রীতিমতো টেক্কা দিচ্ছে বলিউড তারকাদেরও৷ তাঁর এই লাস্যময়ী রূপে বোল্ড আউট নেটিজেনরা৷ সম্প্রতি লিঙ্গ বৈষম্য নিয়ে সরব হয়েছিলেন মধুমিতা৷ তাঁর কথায়, ছেলেরা  খালি গায়ে অথবা স্যান্ডো গেঞ্জি পরে ছবি পোস্ট করলে দোষ নেই৷ মেয়েরা কাজের জন্য শাড়ি বা চুড়িদার ছেড়ে মিনি স্কার্ট বা হট প্যান্ট পরলে দোষ হবে কেন? তবে যাই হোক নিজের বোল্ড ইমেজে টলিউডে সাহসী তকমা কেড়ে নিয়েছেন মধুমিতা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =