গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান হবে, NRC নিয়েও বড় আশ্বাস অমিত শাহের

গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান হবে, NRC নিয়েও বড় আশ্বাস অমিত শাহের

কালিম্পং:  নীল বাড়ি দখলের লড়াইয়ে এবার অমিত শাহের নজর দার্জিলিংয়ে৷ মঙ্গলবার পাহাড়ের কোলে দাঁড়িয়ে জনসভা করলেন তিনি৷ গোর্খা জনগোষ্ঠীর মন ছুঁতে ভূয়সী প্রশংসা করলেন শাহ৷ সেইসঙ্গে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ 

আরও পড়ুন- শুভেন্দুর জবাবে ‘সন্তুষ্ট’ নয় কমিশন, সতর্ক করা হল তাঁকে

এদিন অমিত শাহ বলেন, এখানে এসে ভারতের গর্ব তেনজিং নোরগের কথা মনে পড়ছে৷ যিনি প্রথম এভারেস্টের শৃঙ্গ জয় করেছিলেন৷ গোর্খা জনজাতির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে৷ তাঁদের মতো দেশভক্ত আর কেউ নেই৷ যখনই দেশপ্রেমিকদের নাম নেওয়া হয়, সবার আগে গোর্খাদের কথাই স্মরণ করা হয়৷ কিন্তু প্রথমে কংগ্রেস পরে কমিউনিস্ট ও তৃণমূল সরকার গোর্খাদের সঙ্গে অবিচার করেছে৷ বছরের পর বছর ধরে তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে৷ বিজেপি ক্ষমতায় এলে গোর্খাদের সঙ্গে ন্যায় করা হবে৷ তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলেও আশ্বাস দেন শাহ৷ 

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,  বিজেপি’র সঙ্গে গোর্খাদের সম্পর্ক খুবই পবিত্র৷ বিজেপি ক্ষমতায় এলে গোর্খাদের স্বার্থের কথা ভাবা হবে৷ গোর্খা জনজাতিকে তফশিলি সম্প্রদায়ের তকমা দেওয়া হবে।  স্বীকৃতি পাবে গোর্খা ভাষা৷ পাশাপাশি প্রসারভারতী ও দূরদর্শনে নেপালি ভাষায় অনুষ্ঠানের সম্প্রচার করা হবে।  গোর্খাদের শিক্ষা ও চাকরির ব্যবস্থা করা হবে৷ চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩৫০ টাকা করা হবে৷ এছাড়াও পর্যটনের উন্নতিতে ১০০০ কোটি টাকার প্রকল্প আনা হবে৷ 

আরও পড়ুন- ফের ধর্নায় মমতা, ছবি এঁকে প্রতিবাদ! রাতেই পরপর ২টি জনসভা

এদিন এনআরসি নিয়েও বড় আশ্বাস দেন অমিত শাহ৷ তিনি বলেন, বিজেপি’র বিরুদ্ধে বারবার অপপ্রচার করা হচ্ছে৷ বলা হচ্ছে, এনআরসি করে গোর্খাদের তাড়ানো হবে৷ কিন্তু আমি বলছি এনআরসি এলেও পাহাড় থেকে একজন গোর্খাকেও তাড়ানো হবে না৷ তিনি আরও বলেন, তৃণমূল বারবার বলছে এনআরসি আসবে৷ কিন্তু এনআরসি এখনও আসেনি৷ আর এনআরসি এলেও গোর্খাদের কোনও ক্ষতি হবে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 7 =