কলকাতা: একুশের লড়াইয়ে বেলাগাম রাজনৈতিক নেতারা৷ একে অপরকে আক্রমণে চলছে অশালীন ভাষার প্রয়োগ৷ সেই সঙ্গে চলছে উস্কানিমূলক মন্তব্য৷ যার জেরেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন৷ তবে তাঁর উত্তরে সন্তুষ্ট নয় কমিশন৷ করা হল সতর্ক৷
আরও পড়ুন- ফের ধর্নায় মমতা, ছবি এঁকে প্রতিবাদ! রাতেই পরপর ২টি জনসভা
প্রসঙ্গত, গত ২৯ মার্চ ভোটপ্রচারের সময় নন্দীগ্রামে উস্কানিমূলক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে সম্বোধন করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী৷ তার জেরেই কমিশনের কোপে পড়েন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ৷ কিন্তু কমিশনের পাঠানো নোটিশের ভিত্তিতে ৯ এপ্রিল শুভেন্দু অধিকারী যে জবাব দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় তারা৷ সে কারণেই সতর্ক করা হল তাঁকে৷ আদর্শ আচরণ বিধি লাগু থাকার সময় জনসমক্ষে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে শুভেন্দুকে৷
নন্দীগ্রামের ভোটের দিন মমতাকে বারবার বেগম বলে সন্বোধন করতে শোনা যায় শুভেন্দুকে। এর পরেই বিজেপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল। তাঁধের অভিযোগ ছিল, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননা করে নির্বাচনী বিধি ভঙ্গ করছেন শুভেন্দু৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই শুভেন্দুকে নোটিশ পাঠায় কমিশন। কিন্তু তাঁর জবাবে নাখুশ কমিশন৷
আরও পড়ুন- গোটা নির্বাচন থেকেই মমতাকে নিষিদ্ধ করা উচিত ছিল! দাবি করলেন দিলীপ
এদিকে, শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরেই এবার ৪৮ ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ আজ দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত কোনও সভা করতে পারবেন না বিজেপি প্রার্থী৷ প্রসঙ্গত, রাহুল সিনহার মূল বক্তব্য ছিল, ভোটের লাইনে থাকা ভোটারকে যারা গুলি করে সেদিন মেরেছে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দিন শেষ হয়ে গিয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী সেদিন একেবারে ঠিক কাজ করেছে বলে মন্তব্য করেন বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষকেও পাঠানো হয়েছে শোকজ নোটিশ৷