কলকাতা: উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে কার্যত হুলস্থুল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধীতা করে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে এবং কাল সকালের মধ্যে উত্তর চেয়েছে। যদিও নিজের বিতর্কিত মন্তব্য থেকে সরে আসছেন না দিলীপ ঘোষ। এদিন আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। দাবি করেন, ২৪ ঘন্টা নয়, মুখ্যমন্ত্রীকে পুরো নির্বাচনের জন্যেই নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল।
দিলীপের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। উনি প্রচার করলে রাজ্যজুড়ে উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হবে। তাই মমতার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তা একেবারেই সঠিক। যদিও দিলীপের মতে, ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারি না করে গোটা নির্বাচনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিষিদ্ধ করা উচিত ছিল নির্বাচন কমিশনের! এদিন বহরমপুরে চা-চক্রে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। প্রসঙ্গত, ‘জায়গায় জায়গায় শীতলকুচি হবে’ এই মন্তব্য করে বিতর্কে এসেছেন দিলীপ ঘোষ। সেই প্রেক্ষিতে এবার তাঁকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ বুধবার সকাল ১০টার মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে৷ এদিন সকালে আবার প্রার্থী রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এর পরেই দিলীপ ঘোষকে ধরানো হয় নোটিশ৷
আরও পড়ুন- ‘দুয়ারে রেশন’ ব্যবসার ফাঁদ, মাসে ১ কোটি কামাই ’ তীব্র কটাক্ষ মিঠুনের, পাল্টা দিলেন মমতা
শীতলকুচির ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন বিরোধীরা৷ পাল্টা বিজেপিকে দুষেছে তৃণমূল৷ এরই মধ্যে চরম বিতর্ক উস্কে সোমবার রাহুল সিংহা বলেন, সেদিন কেন্দ্রীয় বাহিনীর ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল! তাঁর এই মন্তব্যের জেরেই এবার ৪৮ ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ আজ দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত কোনও সভা করতে পারবেন না বিজেপি প্রার্থী৷