‘দুয়ারে রেশন’ ব্যবসার ফাঁদ, মাসে ১ কোটি কামাই ’ তীব্র কটাক্ষ মিঠুনের, পাল্টা দিলেন মমতা

‘দুয়ারে রেশন’ ব্যবসার ফাঁদ, মাসে ১ কোটি কামাই ’ তীব্র কটাক্ষ মিঠুনের, পাল্টা দিলেন মমতা

defdf5a309d2d8f40b6fd2c8d89d01cf

কলকাতা: গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় বিজেপি’তে যোগ দিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী৷ একদা তিনি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ ছিলেন মমতা ঘনিষ্ঠ৷ কিন্তু তিনি বিজেপি’তে যোগ দেওয়ার পর ইস্যু ভিত্তিক বাগযুদ্ধে সামিল হন মিঠুন ও মমতা৷ যার সাক্ষী থেকেছে বঙ্গবাসী৷ তবে সরাসরি কেউ কাউকে আক্রমণ করেননি৷ কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট ‘দুয়ারে সরকার’ নিয়েই ঝাঁঝাল তির ছুড়লেন মিঠুন৷ পাল্টা আক্রমণ শানালেন মমতাও৷ 

আরও পড়ুন- ‘বাহিনীর বিরুদ্ধে দলের কর্মীদের উত্তেজিত করছেন দিদি’, শীতলকুচিকাণ্ডে দাবি মোদীর!

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিটি সভা থেকেই দুয়ারে রেশন প্রকল্পের ঢালাও প্রচার করছেন৷ এদিন দুয়ারে রেশন প্রকল্পকে তুলোধোনা করে বিজেপি’র তারকা প্রচারক মিঠুন বলেন, ‘‘আপনাদের বাড়িতে গিয়ে নাকি রেশন পৌঁছে দেবে৷ আসলে এটা কিছুই নয় আরও একটা বিজনেস প্ল্যান৷ এঁরা রাজনীতি করতে আসেনি৷ এঁরা ব্যবসা ফাঁদতে এসেছে৷ প্রতি মাসে ১ কোটি টাকা কামাই হবে৷’’ এর পরেই সোমবার দমদমের সভা থেকে পাল্টা আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তুললেন ব্রিডেগ সভায় মিঠুনের দেওয়া ডায়লগের প্রসঙ্গ৷ ওই দিন মিঠুন বলেছিলেন, ‘‘আমি জলঢোঁড়াও নই বেলেবোরাও নই, আমি জাত গোখরো৷ এক ছোবলে ছবি৷’’ এদিন মমতা বলেন, ওদের এক একটা নেতা হয়েছে তাঁরা নাকি, গোখরো সাপ৷ বলছে রেশন কী ভাবে পৌঁছে দেবে, ওটা ভাওতা৷ এত বড় বড় ভাষণ দিও না৷ বিনা পয়সায় চাল দিলে দুয়ারে রেশনটাও পৌঁছতে পারে তৃণমূল৷ তুমি পারলে খেয়ে যেও মোটা চালের ভাত৷ তিনি আরও বলেন, বড় বড় ভাষণ? তৃণমূলই তোমাকে একদিন সাংসদ করেছিল মনে রেখো৷  

আরও পড়ুন- সেলেব ইমেজ ছেড়ে পুতুলের দেশে ‘ঘরের মেয়ে’ কৌশানী

উল্লেখ্য ২০১৪ সালে মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচারও করেছিলেন তিনি৷ তাঁর রাজ্যসভায় মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিলে৷ কিন্তু সারদা কাণ্ডে সিবিআই-এর মুখোমুখি হওয়ার পর আর সংসদমুখো হননি মহাগুরু৷ ২০১৬ সালে তিনি ইস্তফা দেন৷ ২০২১-এ যোগ দেন বিজেপি’তে৷ বাংলায় তৃণমূলকে উচ্ছেদ করতে এখন প্রখর রৌদ্র উপেক্ষা করেই প্রচার চালিয়ে যাচ্ছেন মিঠুন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *