‘বাবাকে বলো’ কর্মসূচি শুরু করুক বিরোধী দল নেতা, পার্থর টিপ্পনিতে তুমুল অশান্তি বিধানসভায়

‘বাবাকে বলো’ কর্মসূচি শুরু করুক বিরোধী দল নেতা, পার্থর টিপ্পনিতে তুমুল অশান্তি বিধানসভায়

কলকাতা:  বাংলার মানুষের কাছে পৌঁছতে নির্বাচনের আগে শুরু হয়েছিল দিদিকে বলো কর্মসূচি৷ যা তুমুল জনপ্রিয় হয়৷ বহু মানুষ ছোটো খাটো নানা সমস্যার সমাধন খুঁজে পেয়েছেন৷ তাই তৃণমূলের দেখাদেখি বিজেপি’রও এহেন কিছু একটা করা উচিত৷ সেই পরামর্শ দিলেন খোদ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক৷ তাঁর পরামর্শ, ‘বাবাকে বলো’ কর্মসূচি চালু করা উচিত বিজেপি’র৷ তাঁর এই মন্তব্যে শোরগোল রাজনীতির আঙিনায়৷ 

আরও পড়ুন- কুণালের সঙ্গে ছবি! দিলীপ ঘোষকে তুলোধোনা BJP কর্মীর

প্রসঙ্গত, এখন বিধানসভা অধিবেশন চলছে৷ প্রায় সময়েই হইহট্টোগোল করে অধিবেশন ভেস্তে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিরোধী বিধায়করা৷ রাজ্যপালের ভাষণও বিরোধীদের তাণ্ডবে ভেস্তে যায়৷ মঙ্গলবার রাজ্যপালের ভাষ নিয়েই নিন্দা-টিপ্পনি চলছিল৷ সেই সময় বিরোধীদের এক হাত নেন পার্থ ভৌমিক৷ তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা দলত্যাগ নিয়েই খুবই চিন্তিত৷ বারবার আদালতে যাওয়ার কথা বলছেন৷ আমরা লোকসভায় ১৮ আসন হারিয়ে দিদিকে বলো কর্মসূচি শুরু করেছিলাম৷ দলত্যাল নিয়ে বিরোধী দলনেতা ‘বাবাকে বলো’ কর্মসূচি শুরু করতে পারেন৷’’ তার এই মন্তব্য ঘিরেই শুরু হয় তুলকালাম৷

আরও পড়ুন- মমতা-মলয়ের ‘সুপ্রিম’ স্বস্তি, জনস্বার্থ মামলা গ্রহণ করল না কোর্ট

 
প্রসঙ্গত, বিজেপি’র টিকিটে কৃষ্ণনগর থেকে জিতলেও দল বদলে মুকুল রায় এখন তৃণমূলে৷ তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে ময়দানে নেমেথেন শুভেন্দু৷ দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন৷ এর পরিপ্রেক্ষিতে পার্থ ভৌমিক টিপ্পনি করতেই শুরু হয় অশান্তি৷ ওয়াক আউট করে বিজেপি বিধায়করা৷ শুভেন্দুর দাবি, ‘পার্থ আমার বাপ তুলেছে৷’     

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + sixteen =