ফের আক্রান্ত প্রার্থী, বেহালায় পায়েলের গাড়িতে হামলা, ভাঙচুর

ফের আক্রান্ত প্রার্থী, বেহালায় পায়েলের গাড়িতে হামলা, ভাঙচুর

কলকাতা:  চতুর্থ দফা ভোটে রণক্ষেত্র শীতলকুচি৷ বিক্ষিপ্ত সংঘর্ষের খবর উঠে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে৷ বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের উপর হামলা হয়েছে৷ আক্রান্ত হতে হয়েছে প্রার্থীদের৷ এবার বেহালা পূর্ব বিধানসভার হরিদেবপুরে ভাঙচুর চালানো হল বিজেপি’র তারকা প্রার্থী পায়েল সরকারের গাড়িতে৷ হরিদেবপুরের হসপিটাল মোড়ে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়৷ আক্রান্ত হন তিনি৷ 

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা গভীর ষড়যন্ত্রের ফল, যার বাইরে নন প্রধানমন্ত্রীও, বিস্ফোরক সৌগত

ঘটনার সময় গাড়িতেই ছিলেন পায়েল৷ অভিযোগ, বাইকে নিয়ে এসে পিছন থেকে হামলা চালায় দুই দুষ্কৃতী৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হলেও অক্ষত রয়েছেন অভিনেত্রী৷ এদিন সকাল থেকে যে গাড়ি নিয়ে তিনি বুথে বুথে ঘুরছিলেন, সেই গাড়িটির উপরেই হামলা করা হয়৷ হসপিটাল মোড়ের কাছে বাইকে আরোহী দুই দুষ্কৃতী ইঁট মেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ বেহালা পূর্বের বিজেপি প্রার্থীর অভিযোগ, গাড়ির মধ্যে বসে থাকার সময় আচমকাই হামলা চালানো হয়৷ তিনি বলেন, আমি গাড়ির সামনে বসেছিলাম৷ আগে থেকে কিছুই বুঝতে পারিনা৷ কাঁচ ভাঙার শব্দ শুনে পিছনে তাকাই৷ আমি বাইকটাও দেখতে পাইনি৷ সবাই বলছে একটা বাইকে দুইজন এসে এই কাণ্ডটা বাঁধিয়েছে৷ এই বিষয়ে কন্ট্রোল রুমে অভিযোগ জানিয়েছি৷ এই ঘটনায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী৷ 

আরও পড়ুন- শীতলকুচির ওই বুথে নির্বাচন বন্ধ! বিকেলের মধ্যে রিপোর্ট তলব কমিশনের

পায়েলের আরও অভিযোগ, এমন ঘটনা গতকাল থেকেই ঘটছে৷ গতকাল দু’জন বিজেপি সমর্থকের বাড়িতে হামলা করা হয়েছে৷ তাঁদের ছোট বাচ্চাদেরও মারধর করা হয়েছে৷  অন্যদিকে, হাওড়ায় আক্রান্ত হন বিজেপি প্রার্থী উমেশ রাই৷ বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর হাতাহাতি বেধে যায়৷ হাতাহাতি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যেও৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =