শীতলকুচির ওই বুথে নির্বাচন বন্ধ! বিকেলের মধ্যে রিপোর্ট তলব কমিশনের

শীতলকুচির ওই বুথে নির্বাচন বন্ধ! বিকেলের মধ্যে রিপোর্ট তলব কমিশনের

কলকাতা: চতুর্থ দফার নির্বাচনের সকালেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে কোচবিহারের শীতলকুচিতে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর কারণ তৃণমূল কংগ্রেস ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি নেতৃত্বের দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির জন্য এই ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে শীতলকুচির ওই বুথের নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

কমিশন সূত্রে খবর, শীতলকুচির যে বুথে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে আপাতত নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আজ বিকেল পাঁচটার মধ্যে তলব করা হয়েছে। বিশেষ পর্যবেক্ষক এবং সিইওর থেকে ওই ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এদিকে, এই ঘটনার প্রতিবাদ করে সারা বাংলায় আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক জনসভায় তিনি ঘোষণা করেছেন যে আগামীকাল রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে কালোব্যাজ করে মিছিল হবে এই ঘটনার প্রতিবাদে। একইসঙ্গে তিনি নিজে আগামীকাল ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন মমতা। শীতলকুচির এই ঘটনায় ইতিমধ্যেই ফের একবার বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। একইসঙ্গে পদত্যাগ চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 10 =