ভ্যান সামলাতে দিয়ে খেতে গেলেন দোকানি! ২০ মিনিট ধরে পেয়ারা বেচলেন এএসপি

ভ্যান সামলাতে দিয়ে খেতে গেলেন দোকানি! ২০ মিনিট ধরে পেয়ারা বেচলেন এএসপি

কলকাতা:  পুলিশ আধিকারিককে চিনতে পারেননি দোকানদার৷ তাই তাঁকেই পেয়ারার ভ্যান সামলাতে দিয়ে খেতে চলে গেলেন পেয়ার বিক্রেতা৷ ২০ মিনিট ধরে বহরমপুর শহরে পেয়ারার ভ্যান সামলালেন মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো৷ 

আরও পড়ুন- শুভেন্দু-দিলীপের বিরুদ্ধে উগড়ে ভুল করেছিলাম, দলের কাছে ক্ষমা চাইলেন সৌমিত্র

বিক্রেতার আসনে দাঁড়িয়ে পুলিশ সুপার৷ আর ভ্যান থেকে পেয়ারা বেছে বেছে তুলছেন ক্রেতারা৷ তার পর সেই পেয়ারা দাড়িপাল্লায় রেখে ওজন মাপছেন তিনি৷ এমনকী হিসেব করে ক্রেতাদের কাছ থেকে টাকা-পয়সাও নিচ্ছেন৷ বহরমপুর বাজারের লালদীঘির পাশে সকাল সকাল এভাবেই পেয়ার বিক্রি করলেন এএসপি তন্ময় সরকার৷ অথচ কেউ বুঝতেও পারলেন না৷ শনিবার সকালের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

পুলিশ কর্তা জানান, শনিবার সাদা পোশাকে বাজারে ঘুরছিলেন তিনি৷ তখনই এক পেয়ার বিক্রেতা তাঁর কাছে আবদার করেন, পেয়ারা ভ্যানটি কিছুক্ষণের জন্য পাহাড়া দিতে৷ তাহলে উনি খেতে যেতে পারবেন৷ পেয়ারা বিক্রেতার আবেদনে সাড়া দেন এএসপি৷ তিনি শুধু পেয়ারা ভ্যানের খেয়ালই রাখেননি৷ পেয়ারা বিক্রিও করেন৷ খদ্দেরদের আটকাতে নিজের হাতেই দাড়িপাল্লা সামলান তিনি৷ এদিকে কাকে পেয়ারা ভ্যান সামলানোর দায়িত্ব দিয়ে খেতে গিয়েছেন, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি পেয়ারা বিক্রেতা৷ তিনি বলেন, ‘‘প্রতিদিনের মতোই শনিবার দোকান খুলেছিলেন৷ আমি না চিনেই তাঁকে ভ্যান সামলানোর দায়িত্ব দিই৷ জানতাম না উনি এত বড় অফিসার৷’’ 

আরও পড়ুন- তৈরি ‘পিচ’, আজ দিল্লিতে পা রেখে মাস্টারস্ট্রোক দেবেন মমতা

এদিকে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার বলেন, কোনও কোনও সময় পরিচয় গোপন করে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয়৷ তেমনই একটা উদ্যোগ ছিল মুর্শিদাবাদের বুকে৷ কী ভাবে পুলিশ, ট্রাফিক পুলিশ কাজ করতে তা দেখার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কোনও ভাবে এটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে৷ তবে এমন উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়ে থাকে৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =