কলকাতায় এসে বাঁধন ছাড়া অনুষ্কা! লোভ সামলাতে না পেরে কী কী খাবার চাখলেন নায়িকা?

কলকাতায় এসে বাঁধন ছাড়া অনুষ্কা! লোভ সামলাতে না পেরে কী কী খাবার চাখলেন নায়িকা?

কলকাতা: বলিউডের প্রথমসারির নায়িকাদের কথা বললেই উঠে আসে অনুষ্কা শর্মার নাম৷ শরীর-স্বাস্থ্য নিয়েও তিনি বরাবরই সচেতন৷ তবে কলকাতায় এসে আর লোভ সামলাতে পারলেন না কোহলি ঘরনি৷ লোভনীয় বাঙালি খাবার চেখে দেখলেন নায়িকা৷ বাঙালি খাবার উপভোগ করলেন দারুন ভাবে। আর সেই আভাস দিলেন খোদ অভিনেত্রী।

আরও পড়ুন- Ram setu Review: চিত্রনাট্যের খামতি, অক্ষয়ের কাঁধে ভর দিয়ে তরী পার করতে পারবে ‘রামসেতু’?

ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন অনুষ্কা৷ সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য অনেক কৃচ্ছ্রসাধনই করতে হচ্ছে অনুষ্কাকে। হালে এ রাজ্যে এসেছিলেন শ্যুটিং-এর কাজে৷ কাজের ফাঁকেই উপভোগ করলেন কলকাতাকে৷ সেই আভাস মিলেছে ইনস্টাগ্রামে৷ কিন্তু জানেন কি কলকাতায় এসে কী কী খেলেন অভিনেত্রী? তার একটা ছোটখাটো মেনু অহশ্য ভক্তদের সামনে তুলে ধরেছেন নায়িকা নিজেই।

সেখানে রয়েছে পুঁটিরামের কচুরি, গিরীশ দে’র মালাই রোল, প্যারামাউন্টের সরবত, মিঠাইয়ের বেক্‌ড রসগোল্লা, বলবন্ত সিংহের চা-শিঙাড়া, আলিয়ার ফিরনি। শুটিংয়ের মাঝে কলকাতার এই সব স্বনামধন্য দোকানের সুস্বাদু খাবারের স্বাদ যে তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, সে কথা খোলসা করেছেন অনুষ্কা নিজেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eight =