অবশেষে CBI দফতরে হাজিরা অনুপ মাজির, তথ্য প্রমাণ সামনে রেখেই হবে জেরা

অবশেষে CBI দফতরে হাজিরা অনুপ মাজির, তথ্য প্রমাণ সামনে রেখেই হবে জেরা

কলকাতা: অবশেষে কয়লাকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন লালা ওরফে অনুপ মাজি৷ গত চার মাস ধরে লাগাতার হাজিরা এড়াচ্ছিলেন তিনি৷ মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে হাজিরা দেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম মাথা৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে৷ 

আরও পড়ুন-  ভোট মিটতেই হিংসা! হামলার শিকার বাম প্রার্থী সুশান্ত ঘোষের নির্বাচনী এজেন্টের স্ত্রী, বোন

এর আগে প্রায় চারবার অনুপ মাজি ওরফে লালাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই৷ কিন্তু প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি৷ যার জেরেই লালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়৷ শুরু হয় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া৷ এদিন ফের লালাকে সিবিআই-এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরা দিতে বলা হয়েছিল৷  তবে ৬  এপ্রিল পর্যন্ত গেফতারি নয়, সুপ্রিম রক্ষাকবচ নিয়েই আজ সিবিআই দফতরে হাজিরা দেন লালা৷

চার মাস পর কয়লা ব্যবয়াসী অনুপ মাজি ওরফে লালা নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির দিলেন৷ সিবিআই আধিকারিকদের দাবি, তাঁদের হাতে লালার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে৷ অনুপ মাজির সামনে সমস্ত তথ্য, বয়ানের কপি এবং গুরুত্বপূর্ণ সেই ডায়েরি, যেখানে প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে টাকা পৌঁছে দেওয়ার বিস্তারিত উল্লেখ রয়েছে, সেগুলি সামনে রেখেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ জানা গিয়েছে, তিনি নিজেও কয়লাকাণ্ডের বিভিন্ন নথি সঙ্গে নিয়ে এসেছেন৷ সেগুলি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা৷ এদিন তাঁর বয়ানও রেকর্ড করা হবে৷ 

আরও পড়ুন-“রোদে ঘুরে কাজ করি, তাই করোনা হবে না”, দাবি বিজেপি প্রার্থীর

 কয়েকদিন আগেই কয়লাকাণ্ডে জড়িত তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে সিবিআই৷ বিনয় মিশ্রের খোঁজ পেতেও সিবিআই এবং ইডির গোয়েন্দারা চেষ্টা চালাচ্ছে। কয়লাকাণ্ডে এর আগে তৃণমূল সাংস‌রদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করে সিবিআই। জেরা করা হয় তাঁর শ্যালিকা এবং শ্বশুরকেও৷ যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভোটের আগে তাঁদের বিব্রত করতেই সিবিআই দিয়ে হেনস্থা করেছে বিজেপি সরকার৷ তবে এবার ভোট চলার মধ্যেই লালার কাছ থেকে আরও বড় প্রভাবশালীদের নাম উঠে আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *