নয়াদিল্লি: এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল৷ ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ কার্যত খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। গরু পাচারকাণ্ডে গ্রেফতার বীরভূম জেলার তৃণমূল সভাপতি আপাতত রয়েছেন জেল হেফাজতে৷ ভোট পরবর্তী হিংসা মামলাতেও এবার তাঁকে জেলে গিয়েই জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আরও পড়ুন- ২০১৪ সালের শূন্যপদে চাকরি পাবেন ওই বছরেরই টেট উত্তীর্ণরা, রায় ডিভিশন বেঞ্চের
অনুব্রত মামলায় সিবিআই-এর আর্জির বিষয়ে কলকাতা হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এবার হয়তো দিল্লি নিয়ে গিয়ে তাঁকে জেরা করা হতে পারে৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গরু পাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। ফলে এই রক্ষাকবচ এখন অর্থহীন৷
এদিকে শুক্রবারও বীরভূমের জেলা সভাপতির জামিনের আবেদনের মান্যতা দিল না আদালত। তাঁকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ নভেম্বর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>