মুম্বই: তিনি পর্দার অ্যাংরি ইয়ং ম্যান৷ তিনিই আবার কখনও চরম রোম্যান্টিক৷ তাঁর অভিনয়ের ভক্ত কাশ্মীর থেকে কন্যাকুমারী৷ সেই বিগ বি যখন ড্রয়িং রুমে রাখা টিভিতে ধরা দেন, তখন হয়ে ওঠেন অত্যন্ত কাছের মানুষ৷ হট সিটে বসে কঠিন কঠিন প্রশ্ন করার পাশপাশি প্রতিযোগীদের সঙ্গে বেশ গল্প মশকরাও করেন তিনি৷ সম্প্রতি সোনি টিভির তরফে কৌন বনেগা ক্রোড়পতির একটি নতুন প্রমো লঞ্চ করা হয়েছে৷ যেখানে নিজের জীবনের সিক্রেট ফাঁস করেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন৷ তাও আবার এক প্রতিযোগীর লম্বা চুল দেখে! জানালেন এমনই এক ঘন কালো চুলের মেয়েকে দেখে মন হারিয়েছিলেন৷ জানেন তিনি কে? সেই মেয়ে আর কেউ নন, অমিতাভ জায়া জয়া বচ্চন৷
আরও পড়ুন- ওকে আর একটু থাকতে দাও…এ সব লেখার অনেক সময় পাবে, অনুরোধ সব্যসাচীর
এদিন কৌন বনেগা ক্রোড়পতির সেটে হট সিটে বসেছিলেন প্রিয়াঙ্কা নামে এক প্রতিযোগী৷ তাঁর লম্বা চুল দেখেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় বিগ বি-র৷ চোখের সামনে ভেসে ওঠে জয়ার পুরনো দিনের ছবি৷ যাঁর মেঘবরণ চুলেই মন হারিয়েছিলেন তিনি৷ জেগে উঠেছিল তাঁর প্রেমিক সত্ত্বা৷ জয়া বচ্চনকে বিয়ে করার রহস্য এদিন নিজেই ফাঁস করেন অমিতাভ৷ বলিউডের এককালীন ডাকসাইটে সুন্দরী ও দাপুটে বাঙালি অভিনেত্রীর লম্বা চুল দেখেই নাকি ভালোবেসে ফেলেছিলে বিগ বি৷ এদিন কেবিসি-র সেটে হট সিটে বসা প্রিয়াঙ্কাকে বিগ বি বলেন, আপনার চুলটা বেশ সুন্দর৷ একটু দেখাবেন? তিনি যখন নিজের লম্বা চুল কাঁধের উপর ফেলেন তখন বিগ বি বলে ওঠেন, “আমি তো আমার স্ত্রীর লম্বা চুল দেখেই বিয়ে করেছি। সেই সময় ওঁর চুল অনেকটা লম্বা ছিল।”
জয়ার কুচকুচে কালো চুলই যে আমিতাভের মন চুরি করেছিল, সেই সিক্রেট এখন ফাঁস। ১৯৭১ সালে পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবির সেটে জয়ার সঙ্গে প্রথম আলাপ হয় অমিতাভের। এরপর জুটি বেঁধে তাঁরা অনেক হিট সিনেমা দিয়েছেন৷ যা বক্স অফিসে রাজত্ব করেছে। তার মধ্যে রয়েছে জঞ্জির, অভিমান, শোলে-র মতো বহু হিট ছবি৷ ১৯৭৩- সালে বাঙালি কন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের শাহেনশা।
২০২৩-এ বিয়ের ৫০ বছর সেলিব্রেট করবেন টিনসেল টাউনের এভারগ্রিন কাপল অমিতাভ এবং জয়া বচ্চন। সুখে-দুখে ৫০টি বসন্ত পেড়িয়ে এসেছেন তাঁরা৷ সম্প্রতি অমিতাভের সঙ্গে বিয়ে নিয়ে নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্টে কথা বলেছেন জয়া৷ সেখানে তিনি জানান, তাঁদের বিয়ের একটা শর্ত ছিল৷ বিয়ের পর কাজের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছিলেন বিগ বি। সংসারের শান্তির জন্যে হাসি মুখে তা মেনেও নিয়েছিলেন বঙ্গ তনয়া৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>