Aajbikel

ওকে আর একটু থাকতে দাও...এ সব লেখার অনেক সময় পাবে, অনুরোধ সব্যসাচীর

 | 
সব্যসাচী

কলকাতা: বুধবার রাত তখন ২টো৷ ফের ফেসবুক পোস্ট করলেন ঐন্দ্রিলা শর্মার বন্ধু সব্যসাচী চৌধুরী। লিখলেন, ‘‘আর একটু থাকতে দাও ওকে... এ সব লেখার অনেক সময় পাবে।’’ 

আরও পড়ুন-এখনও সঙ্কটজনক অবস্থায় ঐন্দ্রিলা, রয়েছেন ভেন্টিলেশনেই, যা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

বুধবার মাঝরাতে হঠাৎই তোলপাড় নেটপাড়া। আচমকা খবর ছড়ায়, ঐন্দ্রিলা শর্মা আর নেই। নিমেষে জমতে শুরু করে ‘RIP’-এর পাহাড়। এমনকী,  টলি ইন্ডাস্ট্রির কিছু তারকাও এই ভুয়ো খবরে বিশ্বাস করে শোকপ্রকাশ করে ফেলেন৷ যদিও সোশ্যাল মিডিয়ায় একটা অংশ বারবার বলছিল, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আঙ্কাজনক,  তিনি এখনও বেঁচে আছেন৷ এসব দেখার পর অবশেষে মুখ খোলেন ঐন্দ্রিলার বিশেষ বন্ধু৷ তাঁর কাতর আর্জি, ‘একে আর একটু থাকতে দাও৷’


এই ভুয়ো পোস্টে ক্ষোভ উগড়ে দেন টলিপাড়ার আরেক অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়৷ তিনি লেখেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলায় দেখেছিলাম মারা যাওয়ার দু’দিন আগেই ফেসবুক ওঁকে মেরে ফেলেছিল। ওঁরা মরে না। আসলে আমরাই মরে গেছি অনেকদিন আগে।’


হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। বুধবার সকালে পর পর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা অস্ত্রোপচার করা সম্ভব নয়৷ 


গত সোমবার ফেসবুক পোস্টে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছিলেন৷ তিনি চাইছেন, ‘অলৌকিক’ কিছু হোক। ফের আগের মতো উঠে বসুক ঐন্দ্রিলা। সব্যসাচী লেখেন, ‘‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’’  


 

Around The Web

Trending News

You May like