অভিষেকের রোড শো’র মাঝে অ্যাম্বুলেন্স বিভ্রাট, দু’বার থামতে হল তাঁকে

অভিষেকের রোড শো’র মাঝে অ্যাম্বুলেন্স বিভ্রাট, দু’বার থামতে হল তাঁকে

5644499588eb9227d8de3383ad496408

ডায়মন্ডহারবার:  ডায়মন্ড হারবারে রোড শো শেষে দিদির দূত থেকেই জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে তার সভার মাঝেই ঘটল অ্যাম্বুলেন্স বিভ্রাট৷ এদিন অভিষেকের জনসভায় উপচে পড়ে মানুষের ভিড়৷ বিশাল জনসমুদ্র ঠেলে অ্যাম্বুলেন্স এগিয়ে যেতে রীতিমতে বেগ পেতে হয় চালককে৷ বাধ্য হয়ে বক্তৃতা থামিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার পথ করে দিতে বলেন তিনি৷ কিন্তু এখানেই শেষ নয়৷ কিছুক্ষণের মধ্যে আরও একটি অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হয়৷ সভার মাঝে দু’-দু’বার থামতে হয় অভিষেককে৷ 

আরও পড়ুন-  মমতার ৬৩টি অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট গেল কমিশনের কাছে

অ্যাম্বুলেন্স আসতেই গাড়ির উপর থেকেই অভিষেক বলেন, তাড়াহুড়ো করবেন না লেগে যাবে৷ অ্যাম্বুলেন্সটা আগে ছেড়ে দিন৷ একটু কষ্ট হলেও অ্যাম্বুলেন্স যেতে দিন৷ এটাই বিজেপি’র সঙ্গে আমাদের পার্থক্য৷ দিলীপ ঘোষের সভায় অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দিতে বলা হয়৷ অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়৷ আমরা বলি পথ করে দাও৷ আমাদের কাছে মানুষের জীবন মনিমুক্তর মতো৷ আমাদের একটু কষ্ট হলে অসুবিধা কী আছে৷ পাঁচ মিনিট বক্তৃতা থামালে কোনও অসুবিধা নেই৷ একটা মানুষের প্রাণ বাঁচলে আমার বক্তৃতা থামাতে অসুবিধা কোথায়৷ 

310579a8abaa93d77680eeac41b7e5b5

এর পর ফের বক্তব্য রাখতে শুরু করেন অভিষেক৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে ফের ভিড়ের জালে আটকায় আরও একটি অ্যাম্বুলেন্স৷ অভিষেক বলেন, খালি গাড়ি রোগী আনতে যাচ্ছে নাকি? ভিড়ের মধ্যে থেকে জবাব আসে বিজেপি৷ সেটা শোনার পর অভিষেক বলেন, বিজেপি হলেও ছেড়ে দাও৷ অ্যাম্বুলেন্সে বিজেপি-সিপিএম দেখে লাভ নেই৷ ভোটের বাক্সে মানুষ জবাব দিয়ে দেবে৷ এসব করে কোনও লাভ নেই৷ খালি গাড়ি হলেও যেতে দাও৷ হাত জোড় করে বলছি৷ পিছনে আরও একটি রয়েছে, সেটিও যেতে দাও৷ আর আমার অনেক ধৈর্য৷ ২ ঘণ্টা দাঁড়াতে হলেও আমি দাঁড়িয়ে থাকব৷      

আরও পড়ুন- ‘ভালোবাসায় জীবন ধন্য’, নিজের লেখা কবিতা মা-বোনেদের উৎসর্গ করলেন মমতা

সেই সঙ্গে এদিন বিশ্বাসঘাতকদেরও বার্তা দেন তিনি৷ বলেন, ১০ বছর চুষে মধু ছোট বিশ্বাসঘাতক এখন সাজছে সাধু৷ এখানে আমাকেও হারানোর চেষ্টা করেছিল৷ কিন্তু মানুষের আশীর্বাদে ৩৮ হাজার ভোটে জিতেছি৷ আর বড় বিশ্বাসঘাতক বলেছে ২০১৪ সাল থেকেই বিজেপি’র সঙ্গে যোগাযোগ রেখেছে৷ আর ছোট বিশ্বাসঘাতক সেই বড় বিশ্বাসঘাতকের পা ধরে যোগাযোগ রখেছে বিজেপি’র সঙ্গে৷ বিজেপি এমন একটা দল যারা অপেক্ষায় থাকে কখন তৃণমূল কংগ্রেসের একটা নেতা বেরবে, তাঁকে প্রার্থী করবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *