‘ভালোবাসায় জীবন ধন্য’, নিজের লেখা কবিতা মা-বোনেদের উৎসর্গ করলেন মমতা

‘ভালোবাসায় জীবন ধন্য’, নিজের লেখা কবিতা মা-বোনেদের উৎসর্গ করলেন মমতা

ফালাকাটা: ভোট প্রচারে উত্তরবঙ্গে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে ভারতীয় জনতা পার্টির শিবিরসহ বিরোধী দলগুলোকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন তিনি। তবে এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আক্রমণের পাশাপাশি এক অন্য ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের লেখা কবিতা আবৃতি করে ছাত্র-যুব এবং মা বোনেদের উৎসর্গ করলেন তিনি। জানালেন, তারাই তাঁর শক্তির উৎস, তাদের কাছে এলেই তিনি সবচেয়ে ভালো থাকেন।

এদিন ফালাকাটার জনসভায় ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনান। সেটি হল, ‘মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য/ মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ/ মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি/ তুমি যখন রাগ করো মা ভয়ে ভয়ে আসি/ কখনও ভাবি ভয় পাব না, মা তো স্নেহ ভরা/ ভুল করলেই ভয় পাই যে কখন পড়ব ধরা/ জনম জনম মা যেন মোদের সাথেই থাকে/ মার মুখ দেখেই জয় করব সারা জগৎটাকে, সারা বিশ্বটাকে।’

আরও পড়ুন-  কার্যালয়ে মহিলা নেত্রীকে বেধড়ক মার বিজেপি নেতার! অভিযোগ দায়ের

একই সঙ্গে তিনি জনসভায় আগত সকলকে উদ্দেশ্য করে বলেন, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলেই বর্তমান রাজ্য সরকারের সমস্ত প্রকল্প বন্ধ করে দেবে এবং সাধারণ মানুষকে বঞ্চিত করবে। তাই ভোট দেওয়ার আগে ভাবতে হবে যে মানুষ কী চান। মমতার বক্তব্য, বিনা পয়সায় রেশন পেতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। এছাড়াও কাউকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার জন্য সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং টাকা বিলি করে ভোট লুট করার চেষ্টা করছে। তবে সাধারন মানুষের ভয় পেলে চলবে না কারণ তিনি আছেন, তিনি সবার হয়ে লড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =