কলকাতা: হকের চাকরির দাবিতে সোমবার মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ। শিয়ালদা থেকে মিছিল শুরু করবে চাকরিপ্রার্থীদের ‘মহাজোট’। ওয়াই চ্যানেল পর্যন্ত সেই মিছিল যাওয়ার কথা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ‘‘হকের চাকরি ছিনিয়ে নেব’’৷ আজকের এই মিছিলের সঙ্গে উঠে এসেছে বিপুল দুর্নীতির প্রসঙ্গও৷
আরও পড়ুন- লালন মৃত্যুর তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন, আপত্তি জানাল রাজ্য
এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, ‘‘রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তাহলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মহাজোট হবে না কেন? আমরাও দেখিয়ে দেব বঞ্চিতদের কতটা শক্তি। সাদা খাতা দিয়ে কীভাবে চাকরি পায়? টাকার বিনিময়ে?’’ উল্লেখ্য, ন্যায্য চাকরির দাবিতে কেউ গান্ধী মূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে, মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার আর আলাদা আলাদা করে নয়, একজোট হয়ে পথে নামতে চলেছেন স্কুল সার্ভিসে বঞ্চিত চাকরিপ্রার্থী৷ এক স্রোতে মিশে গিয়েছে আন্দোলনকারীদের ৯টি মঞ্চ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছে তারা৷
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই সোমবার বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে মহামিছিল শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করবেন তারা। এই মহাজোটে সামিল হয়েছেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা এসএলএসটি-র চাকরিপ্রার্থীরাও। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থী সহ অন্যান্য মঞ্চ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>