‘ভোটে হেরে কন্ডোমের দোকান দেবেন সায়নী’, বেলাগাম আক্রমণ অগ্নিমিত্রার

‘ভোটে হেরে কন্ডোমের দোকান দেবেন সায়নী’, বেলাগাম আক্রমণ অগ্নিমিত্রার

আসানসোল:  একুশে ভোটের তপ্ত মাটিতে দাঁড়িয়ে বাড়ছে আক্রমণের ঝাঁঝ৷ ধেয়ে আসছে তির্যক মন্তব্য৷ এমনকী প্রবল বেগে বইছে অশালীন শব্দের বন্যা৷ এই ধারা অব্যাহত রেখেই এবার আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে নিশানা করলেন অগ্নিমিত্রা পাল৷ সায়নীয় বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী৷ তাঁর মন্তব্যকে কেন্দ্র করে উঠল তীব্র নিন্দার ঝড়৷ বললেন, ভোটে হেরে কন্ডোমের দোকান দেবেন সায়নী ঘোষ৷

আরও পড়ুন-  নন্দীগ্রামে মমতার অভিযোগ খারিজ কমিশনের! পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের!

 
প্রসঙ্গত সায়নীর নাম না করেই রবিবার আক্রমণের তির ছুড়ে অগ্নিমিত্রা বলেন, ‘‘উনি তো রাজনীতি কী, সেটা জানেন না। না জানাইটাই স্বাভাবিক৷ কারণ এতদিন উনি সিনেমা করে এসেছেন। এরপর ২ মে ভোটের ফল বেরোনোর পর তিনি হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনও প্রফেশনে যাবেন বা হয়ত সিনেমাটাই করবেন।’’ অগ্নিমিত্রার এই মন্তব্যের পরই বিতর্ক দানা বেঁধেছে৷ 

তবে এখানেই থামেননি আসানসোলের বিজেপি প্রার্থী৷ আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, সায়নী নিজেই জানেন না উনি কোন দলের প্রার্থী৷ কোন দলের হয়ে প্রচারে নেমেছেন৷ তবে না জানাটাই স্বাভাবিক৷ কারণ দু’বছর আগে নন্দন চত্বরে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাবে আক্রমণ করেছিলেন৷ আর এখন টিকিট পেয়ে তাঁকেই গুরু মা ভাবতে শুরু করেছেন৷  তাঁর আরও অভিযোগ, করোনার সময়েও বিজেপি’কে মানুষের জন্য কাজ করতে দেয়নি৷ দিলীপ ঘোষকে বারবার আটকানো হয়েছে৷ 

আরও পড়ুন- এবার তৃণমূলের হয়ে প্রচারে নামছেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন

এদিন অগ্নিমিত্রার আক্রমণে চুপ থাকেননি সায়নী৷ পাল্টা জবাবে বলেন, ‘‘তাঁর এই কথাই তাঁর নিম্ন রুচির পরিচয় দিচ্ছে৷ তিনি কী ভাবে বেড়ে উঠেছেন তাঁর প্রমাণ দিচ্ছেন৷ যত দিন যাচ্ছে তত বেশি করে বোঝা যাচ্ছে উনি কত নিম্নমানের রাজনীতিবিদ। এত সিনিয়র হয়ে কী ভাবে এমন কুরুচিকর মন্তব্য করছেন জানি না৷ এই বিষয়ে কথা বলে আমি নিজেকে নীচে নামাতে চাই না৷’’    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =