কলকাতা: ভোটের উত্তাপ ত্তপ্ত বাংলা৷ ‘খেলা হবে’ স্লোগান তুলে বাংলা কাঁপাতে শুরু করেছে তৃণমূল৷ ‘জয় শ্রীরাম’ ধ্বনিকে হাতিয়ার করে বঙ্গ জয়ের লক্ষ্যে নেমেছে গেরুয়া শিবির৷ এবার বাংলায় বিজেপি বিজয় রথ রুখতে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় বাংলায় আসছেন জয়া বচ্চন৷ টানা ৪দিন বাংলায় লাগাতার প্রচারে আসছেন তিনি৷
জানা গিয়েছে, আজ সন্ধ্যায় বিমানবন্দরের পা রাখবেন বাংলার মেয়ে জয়া৷ তৃণমূলের হয়ে বাংলায় ভোট প্রচারের ময়দানে নামতে চলেছি তিনি৷ রয়েছে টানা ৪ দিনের প্রচার কর্মসূচি৷ আজ রাতেই তিনি কলকাতায় রাখবেন৷ এই মুহূর্তে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন জয়া বচ্চন৷ এবার তিনি বাংলায় এসে তৃণমূলের হয়ে ভোট চাইবেন৷ সূত্রের খবর, সোমবার থেকেই গোটা বাংলাজুড়ে প্রচারে নামবে তিনি৷
তৃণমূল সূত্রে খবর, আগামীকাল টালিগঞ্জ অরূপ বিশ্বাসের হয়ে ভোট চাইতে যেতে পারেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন৷ আগামী চার দিন তিনি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচার করবেন৷ এর আগে বাংলায় বিজেপিকে রুখতে অখিলেশ যাদবকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অখিলেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রস্তাব ইতিমধ্যেই পাঠিয়ে ছিলেন৷ এবারে আগামী ৮ এপ্রিল পর্যন্ত লাগাতার বাংলায় তৃণমূলের হয়ে ভোট প্রচারে মাঠে নামতে চলেছেন জয়া বচ্চন৷
এর আগে গত ডিসেম্বরে জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুরীর সঙ্গে গিয়ে দেখা করেন মধ্যপ্রদেশ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্র৷
-ফাইল ছবি৷