নয়াদিল্লি: অত্যাধুনিক অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে বঙ্গোপসাগরকে ইতিমধ্যেই ‘নো-ফ্লাই জোন’ বলে ঘোষণা করেছে সরকার৷ কিন্তু, এরই মধ্যে ভারত মহাসাগরে দেখা মিলল সন্দেহভাজন চিনা ‘গুপ্তচর’ জাহাজের৷ যা নিয়ে উদ্বেগে প্রতিরক্ষা মন্ত্রক।
আরও পড়ুন- এ যেন ‘ভ্রান্তিবিলাস’! একসঙ্গে থাকতে যমজ ভাইকে বিয়ে করলেন যমজ বোন
আগামী ১৫-১৬ ডিসেম্বর ওড়িশা উপকূলে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কথা। তার ঠিক আগে ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা জাহাজের গতিবিধি সন্দেহ বাড়াচ্ছে।
নরওয়ের সংস্থা মেরিটাইম অপটিমা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার ভারত মহাসাগরে ঢুকেছে চিনা জাহাজ ‘ইউয়ান ওয়াং-৫। বর্তমানে ভারত মহাসাগরের দক্ষিণ দিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে রয়েছে সেই জাহাজটি। এর আগেও ভারত মহাসাগরে উঁকিঝুঁকি দিতে দেখা গিয়েছিল এই চিনা জাহাজকে। যদিও চিনের দাবি, এই জাহাজটি গবেষণামূলক কাজের জন্য রাখা হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগ সপাটে খারিজ করে দিয়েছে বেজিং৷
আন্দামান ও নিকোবর অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে ভারত একটি ‘নোটাম’ (বিমান চলাচলে নিষেধাজ্জা জারি করে নোটিস) জারি করেছিল৷ এর মাত্র এক সপ্তাহ পরে চিনা জাহাজ ইউয়ান ওয়াং-৫-এর গতিবিধি নিয়ে এই খবরটি প্রকাশ্যে আসে।
প্রসঙ্গত, চিনের এই ‘গবেষণা’ জাহাজটি ইউয়ান ওয়াং-শ্রেণির যে চারটি জাহাজ রয়েছে, তার মধ্যে একটি। এই জাহাজ উপগ্রহ এবং আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি ট্র্যাক করার কাজে মাহির৷
অগ্নি-৫ হল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন এর তৈরি একটি সলিড ফুয়েল (কঠিন জ্বালানি) এর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিশাইল। ২০১২ সালের ১৯ এপ্রিল ওড়িশার হুইলার দ্বীপে এটি প্রথম পরীক্ষা করা হয়৷ ২০১৪ সালে এটি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়। এটি ৫,৮০০ কিমি দূরের লক্ষেও আঘাত হানতে সক্ষম। এর পরিধির মধ্যে রয়েছে চিন, জাপান, সম্পূর্ণ রাশিয়া, পূর্ব আফ্রিকার দেশ সমূহ, ও পূর্ব ইউরোপ। এই ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে সঙ্গে ভারত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টার মিশাইল দেশে পরিণত হয়।
আনুমানিক ৫০ টন ওজন (৪৯ দীর্ঘ টন; ৫৫ শর্ট টন) এবং ২,৫০০ কোটি টাকার ব্যায়ে নির্মিত অগ্নি-৫ উন্নততর ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগুলিকে অন্তর্ভুক্ত করে। এর প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে রিভিং লেজার গাইরোস্কোপ, নেভিগেশান এবং নির্দেশনার জন্য অ্যাক্সিলেরোমিটার৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>