বর্ধমান: এ যেন ‘ভ্রান্তিবিলাস’! ঈশ্বরচন্দ্র বিদ্যসাগরের এই লেখা নিয়ে বাংলা এবং হিন্দিতে অনেক ছবি হয়েছে। সেই ‘ভ্রান্তিবালাস’-এর চরিত্রদের অনেকটাই মিল খুঁজে পাওয়া গেল বাস্তবে। পূর্ব বর্ধমান জেলার কুড়মুনে৷ সেখানে দুই যমজ বোন গাঁটছড়া বাঁধলেন দুই যমজ ভাইয়ের সঙ্গে। এক সঙ্গে এক হল আট হাত৷
আরও পড়ুন- টেবিলে বসে ‘বাবুগিরি’! এবার সরকারি অফিসারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাই কোর্টের
কিন্তু কী ভাবে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হল? কী ভাবে হল এই অসাধ্যসাধান? অনেক খোঁজ চালিয়ে এই অসাধ্যসাধন করেছেন অর্পিতা এবং পারমিতা নিজেরাই।
কুড়মুনের বাসিন্দা অর্পিতা এবং পারমিতা, যমজ বোন৷ তাঁরা সদ্যই কলেজ পাশ করেছেন। এদিকে, মেয়েদের কলেজের পাঠ শেষ হতেই দুই বোনের বিয়ে দেওয়ার জন্য পাত্রের খোঁজ শুরু করেন বাড়ি লোকজন৷ কিন্তু অর্পিতারা জানান ছোট থেকে তাঁরা একসঙ্গে বড়ে উঠেছেন৷ তাঁদের সবকিছু এক সঙ্গে হয়েছে৷ তাঁরা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না৷ দুই বোন সাফ জানিয়ে দেন, বিয়ে করলে এক বাড়িতেই করবেন। কিন্তু একই বাড়ির দুই ছেলে খুঁজে পাওয়া কি সহজ কথা নাকি? তবুও দুই মেয়ের আবদার মেনে শুরু হল জোড়া পাত্রের খোঁজ৷ তবে বেশি দিন খুঁজতে হয়নি তাঁদের। পাত্রের খোঁজ মেলে পূর্ব বর্ধমানেই৷ তাঁরা ভাতারের বাসিন্দা। শুধু এক বাড়ির পাত্রই নন, কাকতালীয় ভাবে পাত্রেরাও যমজ ভাই। নাম লব এবং কুশ। রবিবার দুই যমজ বোনের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়ে যায় যমজ ভাইয়ের।
নববিবাহিত দম্পতিদের দেখে আমন্ত্রিতদের মনে একটাই প্রশ্ন, একে অপরকে চিনতে অসুবিধা হবে না তো? তবে এ নিয়ে তাঁরা চার জন একেবারেই ভাবতে নারাজ৷ আপাতত তাঁরা মন দিয়ে সংসার করতে চান। তবে তাঁদের এই জুটি নিয়ে সাড়া পড়েছে এলাকায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>