ফের শুভেন্দুকে তৃণমূলের ‘গো ব্যাক’! স্লোগান তরজায় সরগরম কাঁথি

ফের শুভেন্দুকে তৃণমূলের ‘গো ব্যাক’! স্লোগান তরজায় সরগরম কাঁথি

02f70051c5efbaaddb5741b713589ebc

কলকাতা: ফের গো ব্যাক স্লোগান শুভেন্দুকে৷ শুক্রবার  সকালে কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক৷ সেই সময় তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা৷ বৃহস্পতিবারও একই ভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন পুরসভার তৃণমূল নেতা কর্মীরা। কিন্তু তাতে তিনি দমেননি৷ বরং সে সবে আমল না দিয়ে  বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যান শুভেন্দু। 

আরও পড়ুন- ক্ষোভে নির্দলে স্ত্রী, ‘দলের স্বার্থে’ বিচ্ছেদের নোটিস তৃণমূল প্রার্থী স্বামীর

শুক্রবার শুভেন্দুর গাড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এসে দাঁড়াতেই তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা৷ পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন শুভেন্দুর অনুগামীরাও। দুই পক্ষের স্লোগানবাজিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পৌঁছয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী৷ 

এদিকে স্লোগান পাল্টা স্লোগানে চরম উত্তেজনার মধ্যেই বাড়ি বাড়ি প্রচার চালাতে থাকেন বিরোধী জলনেতা। যদিও এ দিনের ঘটনা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। প্রসঙ্গত, দীর্ঘ ৩৬ বছর পর অধিকারী পরিবারের কোনও প্রতিনিধিই থাকছেন না পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায়। কিন্তু অধিকারী পরিবারের কাছে এ বারের কাঁথি পুরসভার ভোট ‘প্রেস্টিজ ফাইট’৷ ভোটে বিজেপি’কে জেতানোর দায়িত্ব তাঁদের কাঁধেই৷ 

গত বিধানসভার নিরিখে কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই এগিয়ে ছিল বিজেপি৷ তবে এবারের পুরভোটের লড়াই খুব এখটা সহজ হবে না৷ কঠিন চ্যালেঞ্জের মুখে গেরুয়া শিবির৷ একেবারে মাঠে নেমে পড়েছেন শুভেন্দুরা৷ বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন রাজ্যের বিরোধী দলনেতা৷ প্রচার চালাচ্ছেন শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারীও।