পেটে সুচ! ৪ দিন ধরে ঘুরে রোগিনীকে ফেরাল চার হাসপাতাল

পেটে সুচ! ৪ দিন ধরে ঘুরে রোগিনীকে ফেরাল চার হাসপাতাল

fbbec187a35e80e863e01cd6f60442b3

কলকাতা: পেটে সুচ নিয়ে চার দিন ধরে ঘুরেও ঠাঁই হল না কোনও হাসপাতালে৷ একের পর এক হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় রোগীকে৷ পেটে সূচ নিয়েই চারটি হাসপাতালে ঘুরতে হল বোলপুরের ওই মহিলাকে৷ জানা গিয়েছে, ওই মহিলা সেলাইয়ের কাজ করেন৷ কাজ করতে গিয়েই দুর্ঘটনাবশত পেটে সুচ ঢুকে যায় তাঁর৷ প্রথমে  বোলপুর তার পর বর্ধমান, এসএসকেএম ও আরজিকর হাসপাতাল থেকে প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে৷ দুটি হাসপাতালে অস্ত্রপচার করেও সুচ না বেরনোয় রোগী ফেরানোর অভিযোগ৷

আরও পডুন- আরও শিথিল বিধি নিষেধ, চলবে লোকাল, জিম-রেস্তোরাঁ- বিয়ে বাড়িতে ছাড়

আরজিকর ঘুরে ফের এসএসকেএম-এ ফিরে এলে বেড না পাওয়ার অভিযোগ৷ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এর সামনেই রাস্তায় পড়ে রইলেন রোগিনী৷ বিতর্কের মুখে ওই মহিলাকে ভর্তির আশ্বাস দেয় এসএসকেএম কর্তৃপক্ষ৷ 

পেটে সুচ নিয়ে মঙ্গলবার থেকে চারদিন ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেরাচ্ছেন বোলপুরের বাসিন্দা ঝর্না দাস ও তাঁর পরিবার৷ এই চারদিনে কোনও হাসপাতালে চিকিৎসা পাননি তিনি৷ এখনও এসএসকেএম-এ স্ট্রেচারের উপরেই পরে রয়েছেন ঝর্ণাদেবী৷ বর্ধমান মেডিক্যালে প্রথমে অস্ত্রপচার হয়৷ এর পর আরজিকরেও অস্ত্রপচার হয়৷ কিন্তু সুচ পাওয়া যায়নি৷ এক্সরেতে দেখা যাচ্ছে যেমন ছিল, তেমন অবস্থাতেই পেটের মধ্যে রয়েছে সুচ৷ অথচ এই অবস্থায় প্রতিটি হাসপাতালই  রেফার করে দায় সারছে৷ এই রেফারের অসুখ কবে কমবে, তার কোনও সদুত্তর নেই৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *