আরও শিথিল বিধি নিষেধ, চলবে লোকাল, জিম-রেস্তোরাঁ- বিয়ে বাড়িতে ছাড়

আরও শিথিল বিধি নিষেধ, চলবে লোকাল, জিম-রেস্তোরাঁ- বিয়ে বাড়িতে ছাড়

 

কলকাতা: মেয়াদ বাড়লেও শিথিল বিধি নিষেধ৷ প্রায় ৬ মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন৷ ট্রেন চালু করার অনুমতি দিল রাজ্য সরকার৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করতে ছাড়পত্র দেওয়া হল৷ পাশাপাশি করোনা বিধি মেনে ফিল্ম ও টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড়পত্র দেওয়া হয়েছে৷  অন্যদিকে, ৫০ শতাংশের বদলে ৭০ শতাংশ দর্শক নিয়ে চলবে সিনেমা হল৷ রেস্তোরাঁ, জিমেও ৫০ শতাংশের বদলে ৭০ শতাংশ মানুষের উপস্থিতিতে অনুমতি রাজ্যের৷ বিয়ে বাড়ি, অনুষ্ঠানের হলে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি৷ 

আরও পড়ুন- Breaking: লোকাল ট্রেনকে গ্রীন সিগন্যাল! কবে থেকে চালু পরিষেবা

আজ নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের বিধি নিষেধ আরও এক মাস বাড়ানো হল৷ কিন্তু মেয়াদ বাড়ালেও একাধিক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে৷ সবচেয়ে বড় বিষয় হল, ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেনে ছাড়পত্র দিয়েছে রাজ্য৷ এতদিন শুধুমাত্র স্টাফ স্পেশাল চালানো হচ্ছিল৷ ১ নভেম্বর থেকে স্বাভাবিক ভাবে চলবে লোকাল ট্রেন৷ কোভিড বিধি মেনে লোকাল ট্রেন চালানো হবে৷ পাশাপাশি স্কুল-কলেজ খোলার ক্ষেত্রে যে ছাড়পত্র দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে৷ এছাড়াও বলা হয়েছে, কোভিড বিধি মেনে এবার থেকে ফিল্মের আউটডোর শ্যুটিং করা যাবে৷ টিভির শ্যুটিংয়েও ৭০ শতাংশ পর্যন্ত ছাড়৷  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধি নিষেধ একই ভাবে লাগু থাকবে৷ তবে দুর্গাপুজোর মতো কালীপুজো, দীপাবলির জন্য ২ থেকে ৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়ি থাকবে না৷ পাশাপাশি ছট পুজোর জন্য ১০-১১ নভেম্বরও রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় দেওয়া হবে৷ এছাড়াও সিনেমা হল, থিয়েটার হল, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ, স্পা, জিম এবার থেকে ৭০ শতাংশ মানুষ নিয়ে খুলতে পারবে৷ তবে রাত ১১টার মধ্যে সবকিছু বন্ধ করে দিতে হবে৷ এছাড়াও কোচিং সেন্টারগুলিতেও ৭০ শতাংশ পড়ুয়া উপস্থিতে ছাড় দিয়েছে রাজ্য৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =