Breaking: লোকাল ট্রেনকে গ্রীন সিগন্যাল! কবে থেকে চালু পরিষেবা

Breaking: লোকাল ট্রেনকে গ্রীন সিগন্যাল! কবে থেকে চালু পরিষেবা

কলকাতা: অবশেষে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষকে গ্রীন সিগন্যল দিয়ে দিয়েছে রাজ্য সরকার। রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জানিয়ে দিয়েছে নবান্ন। যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে পরিষেবা। 

আগামী মাস থেকেই রাজ্যে আবার খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তার আগে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। স্কুলে শিক্ষক এবং শিক্ষিকারা কী ভাবে যাবেন বা যাদেরকে ট্রেনে করে স্কুলে আসতে হয় সেই সব পড়ুয়ারা কী ভাবে আসবেন, সেই আলোচনার প্রেক্ষিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি উঠেছিল। সেই প্রেক্ষিতেই আগামী রবিবার থেকে চালু হচ্ছে ট্রেন পরিষেবা। করোনাভাইরাস পরিস্থিতির জন্য এতদিন বন্ধ ছিল লোকাল ট্রেন।  ‌‌ তবে ট্রেন পরিষেবা চালু হলেও নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু হবে এই পরিষেবা। উল্লেখ্য, আগামীকাল রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হতে চলেছে। আর ঠিক তারপরের দিন থেকেই রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন।

এর আগে লোকাল ট্রেন চালু করা নিয়ে রাজ্য সরকার একাধিক প্রশ্নের মুখে পড়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়েই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রামাঞ্চলে এবং মফস্বল এলাকাতে অধিকাংশ মানুষকে টিকা দেওয়া হওয়ার পরেই লোকাল ট্রেন চালু করা নিয়ে ভাববে সরকার। সেই প্রেক্ষিতে হয়তো এখন লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। প্রসঙ্গত, মহারাষ্ট্রে ইতিমধ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =