খুনের ছক কষেছিলেন আগেই, ‘আবেগপ্রবণ’ শ্রদ্ধাকে দেখে ১০ দিন সংযত ছিলেন আফতাব

খুনের ছক কষেছিলেন আগেই, ‘আবেগপ্রবণ’ শ্রদ্ধাকে দেখে ১০ দিন সংযত ছিলেন আফতাব

নয়াদিল্লি:  শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুন নিয়ে তোলপাড়া গোটা দেশ৷ গত ১৮ মে লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকারকে গলা টিপে খুন করেছিলেন তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। কিন্তু, শ্রদ্ধাকে খুনের ছক কষেছিলেন তার ১০ দিন আগে অর্থাৎ ৮ মে৷ কিন্তু, এই দশদিন শ্রদ্ধা অনেকটাই ‘আবেগপ্রবণ’ হয়ে পড়েছিলেন৷ সেই কারণেই তাঁকে খুন করতে পারেননি আফতাব। বাধ্য হয়েই পিছিয়ে দেন খুনের পরিকল্পনা। জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ৷ 

আরও পড়ুন- শ্রদ্ধার কাটা মুন্ডুর সঙ্গে কথা বলতেন, মেক আপ করাতেন, রেগে গেলে চড়ও মারতেন আফতাব!

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় আফতাব জানান, ১০ দিন আগে শ্রদ্ধাকে খুন করার পরিকল্পনা করলেও, একটি বিশেষ ‘আবেগতাড়িত মুহূর্তের’ কারণে সেই পরিকল্পনা থেকে সাময়িক পিছিয়ে যান৷ আফতাবকে প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর এক পুলিশে আধিকারিক জানান, ৮ মে আফতাব এবং শ্রদ্ধার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়৷ আফতাব ঠিক করেন, সে দিনই শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করবেন৷  কিন্তু ঝগড়ার মাঝেই হঠাৎ শ্রদ্ধা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন। প্রেমিকার চোখে জল দেখে আফতাবও কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন৷ সেই আবেগঘন মুহূর্তে প্রেমিকাকে খুন করতে ইতস্তত বোধ করেন তিনি। 

সেদিন ভাগ্য সাথ দিলেও, মরণফাঁদ যে পাতাই ছিল৷  ১০ দিন পর শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করেন আফতাব৷ এর পর তাঁর দেহ ৩৫ টুকরো করে ছড়িয়ে দেন দিল্লির বিভিন্ন প্রান্তে৷