‘মমতার জয় নিশ্চিত’, বললেন অধীর, ‘বাংলায় জিততে হলে আগে বাঙালি হতে হয়’, দাবি জয়ের

‘মমতার জয় নিশ্চিত’, বললেন অধীর, ‘বাংলায় জিততে হলে আগে বাঙালি হতে হয়’, দাবি জয়ের

কলকাতা:  ভবানীপুরে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ এর আগেও তিনি জিতেছেন৷ এবারেও জিতবেন৷ এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর৷ অন্যদিকে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজারের বেশি ভোটে জয়া হবে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- পুজোর আগে মাথায় হাত, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

তিনি বলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও জিতেছেন৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও জিতবেন৷ তবে ভোট বেশি হলে একটা ভালো বার্তা যেত যে ভবানীপুর এলাকার বেশিরভাগ মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য ভোট দিয়েছে৷’ অন্যদিকে জয় বন্দ্যোপাধ্যায় মনে করেন একুশের নির্বাচনের মতোই ভবানীপুরে একই ভুল করায় পরাজিত হবে বিজেপি৷ বাংলার ভোটে জিততে হলে প্রথমে বাঙালি হতে হবে৷ 

এদিন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নিজে একজন বিজেপি’র সৈনিক৷ তবুও বলতে বাধ্য হচ্ছি যে এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করবেন৷ বিজেপি একুশ সালের বিধানসভায় যে ভুলটা করেছিল, ভবানীপুরের ক্ষেত্রেও একই ভুল করেছে৷ বাংলায় ভোট করে বাংলাকে জয় করতে গেলে প্রথনে বাঙালি হতে হবে৷ কোনও অবাঙালি এসে বাংলার মন জয় করে যাবে এটা সম্ভব নয়৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 9 =