কলকাতা: পুজোর আগে মাথায় হাত৷ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ তবে এবার আঁচ পড়েছে ব্যবসায়ীদের উপরে৷ ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮০৫ টাকা ৫০ পয়সা৷ ১ অক্টোবর থেকেই কলকাতায় কার্যকর হবে নয়া দাম৷
আরও পড়ুন- CBI দফতরে শোভন, সঙ্গী বৈশাখী! কৌশলে এড়ালেন ভবানীপুরের প্রসঙ্গ
১৯ কেজির সিলিন্ডারের পাশাপাশি দাম বেড়েছে ৫ কেজি ও ৪৭ কেজি সিলিন্ডারেরও৷ জানা হয়েছে, এবার থেকে ৫ কেজির এফটিএল সিলিন্ডারের নতুন সংযোগ নিতে বলে খরচ পড়বে ১৪৪৬.৫০ টাকা। সিলিন্ডার রিফিল করানোর জন্য খরচ হবে ৫০২ টাকা ৫০ পয়সা৷ অন্যদিকে, ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৪৫১০ টাকা৷ এক্সটা তেজ সিলিন্ডার কিনতে গেলে খরচ হবে ৪৫৬৬ টাকা৷
এদিকে, ১৯ কেজি ন্যানো কাট বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,০৬৪ টাকা। তবে ১৯ কেজি এক্সট্রা তেজ সিলিন্ডারের ক্ষেত্রে খরচ কিছুটা কম হবে। সিলিন্ডার পিছু দাম বাড়ার পর বর্তমানে তা হয়েছে ১৮২৮ টাকা।
উৎসবের মুরশুমে এ ভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় চিন্তায় পড়েছেন রেস্তোরাঁর মালিকরা৷ গ্যাসের দাম বাড়ায় পুজোর সময় রেস্তোরাঁয় খাবার বিলও বাড়তে পারে চড়চড়িয়ে৷ ফলে ঘুরে ফিরে সেই আঘাত আসবে মধ্যবিত্তের পকেটেই৷ তবে অক্টোবর মাসে আর নতুন করে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি৷ কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯১১ টাকা৷