কলকাতা: সপ্তম দফায় সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভবনীপুরে মিত্রা ইনস্টিটিউশনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি৷
আরও পড়ুন- তৃণমূলের টুপি পরে এজেন্ট! বুথে ঢুকে তুলকালাম অগ্নিমিত্রার
এদিন ভোট দেওয়ার পর আত্মবিশ্বাসের সুর অভিষেকের গলায়৷ তিনি বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী, দুই তৃতীয়াংশ ভোটে জিতে ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ সেই সঙ্গে একহাত নেন নির্বাচন কমিশনকেও৷ তিনি বলেন, মানুষ মারা যাচ্ছে৷ অথচ কমিশনের ভ্রুক্ষেপ নেই৷ আট দফাতেই ভোট করাবে তারা৷ নির্দিষ্ট রাজনৈতিক দলকে ফায়দা দিতেই রাজ্যে আট দফায় ভোট করানো হচ্ছে৷ তিনি আরও বলেন, আমি নিশ্চিত আমরাই জিতছি। এখন শুধু সংখ্যা বাড়ানোর দফা। কীভাবে আমাদের আসন বাড়ানো যায় সে দিকেই নজর রয়েছে৷ বাংলার মানুষের উপর আমাদের আস্থা, ভরসা রয়েছে৷ তাঁর কথায়, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে জেনে আগে থেকে তৈরি থাকা উচিত ছিল কেন্দ্রের৷