তৃণমূলের টুপি পরে এজেন্ট! বুথে ঢুকে তুলকালাম অগ্নিমিত্রার

তৃণমূলের টুপি পরে এজেন্ট! বুথে ঢুকে তুলকালাম অগ্নিমিত্রার

আসানসোল:  আসানসোল দক্ষিণ কেন্দ্রে টুপি হাতে বিক্ষোভ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের৷ যে টুপিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের প্রতীক৷ অভিযোগ, এই টুপি পরে বুথের ভিতরে বসে রয়েছেন তৃণমূলের এজেন্ট৷ বুখে কেন এই টুপি পরে বসবেন এজেন্ট? প্রশ্ন তুলে সরব অগ্নিমিত্রা৷ 

আরও পড়ুন- মাস্কের মধ্যে টাকা বিলি, প্রভাবিত করার চেষ্টা, বিস্ফোরক অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে

বুথে ঢুকে রীতিমতো হুমকির সুরে অগ্নিমিত্রা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টুপি পরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন? এই টুপি পরে এখানে বসবেন না৷ আপনার পার্টি সর্বভারতীয় দল, তারা কি আপনাদের বলে দেয়নি? এর পর প্রিসাইডিং অফিসারদেরও হুমকি দিতে দেখা যায় তাঁকে৷ তিনি বলেন, আপনার তো বলে দেওয়া উচিত ছিল৷ আপনার শরীর খারাপ কিনা, সেটা আমি দেখব না৷

এর পর বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো টুপি পরে বুথের ভিতরে বসে আছে তৃণমূলের এজেন্ট নয়ন৷ সে নাকি জানে না৷ সর্বভারতীয় তৃণমূল দল৷ বলে দেননি কেন মামনীয়া মুখ্যমন্ত্রী? এই ছোট ছোট কাজ করে প্রভাবিত করার চেষ্টা করছে৷ আর প্রিসাইডিং অফিসার নাকি দেখতে পাননি৷ ওঁনার শরীর খারাপ৷  গ্রামের লোকরা অনেক কিছুতেই প্রভাবিত হয়৷ আমাদের দল থেকে বারবার বলে দেওয়া হয়েছে, লোগো থাকবে এমন জিনিস পরবেন না৷ এই বিষয়ে কমিশনকে জানাবেন বলেও জানান অগ্নিমিত্রা৷ তিনি জানান, তাঁর এজেন্টই এই বিষয়টি তাঁর নজরে আনেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 13 =