ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ঘেরাও উপাচর্য

ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ঘেরাও উপাচর্য

বোলপুর: ফির শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর৷ ছাত্র-নিরাপত্তারক্ষীদের হাতাহাতিতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি৷ রক্তাক্ত ছাত্র-নিরাপত্তরক্ষী৷ রীতিমতো দরজা ঠেলে ঢুকলেন নিরাপত্তাকর্মীরা৷ কর্মীদেরও ঢুকতে বাধা ছাত্রদের৷ উপাচার্যর অফিসের সামনেই ঘটল এই ঘটনা৷ পরে উপাচার্যকেও ঘেরাও করা হয়৷ 

আরও পড়ুন- রাজ্য সম্পূর্ণ ব্যর্থ! ডেঙ্গি নিয়ে এবার জনস্বার্থ মামলা

এদিন নিরাপত্তাবেষ্টনী ভেঙে উপাচার্যর ঘরে ঢুকে পড়েন ছাত্রছাত্রীরা৷ তাঁদের দাবি, বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে৷ তাঁরা উপাচার্যকে ঘেরাও করলে কর্মীদের একাংশ উপাচার্যের ঘরে ঢোকার চেষ্টা করেন৷ কিন্তু, তাঁদেরও বাধা দেওয়া হয়৷ ছাত্রছাত্রীদের সঙ্গে হাতাহাতিও হয় তাঁদের৷ ধস্তাধস্তি হয় নিরাপত্তরক্ষীদের সঙ্গেও৷ এই ঘটনায় দু’জন নিরাপত্তারক্ষী এবং একজন ছাত্র আহত হয়েছেন৷ পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে ওঠে৷ উপাচার্য জানিয়েছেন, তিনি কথা বলতে প্রস্তুত৷ অন্যদিকে, ছাত্রছাত্রীরাও জানিয়েছেন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে৷ কারণ এর আগেও আলোচনা হয়েছে৷ কিন্তু বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ ফেরেনি৷ বারবার আবেদনের পরেও পরিস্থিতি পাল্টায়নি৷ উল্টে যাঁরা আন্দোলন করছেন উপচার্য তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছেন৷ তেমনটাই অভিযোগ৷ দু’জন পড়ুয়ার মধ্যে একজনের পিএইচডি আটকে দেওয়া হয়েছে৷ অপর এক ছাত্র জানিয়েছেন তাঁকে ভর্তি নেওয়া হচ্ছে না৷ তিনি আদালতে মামলাও করেন৷ আদালত তাঁকে ভর্তি নিতে বললেও, এখনও তাঁকে ভর্তি নেওয়া হয়নি৷ এই বিষয়গুলি নিয়ে ছাত্রদের একটা অংশ আন্দোলনে নেমেছে৷