‘গ্রামের স্কুলগুলি এবার ফাঁকা হয়ে যাবে’, বদলি সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি বসুর

‘গ্রামের স্কুলগুলি এবার ফাঁকা হয়ে যাবে’, বদলি সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি বসুর

কলকাতা: রাজ্যের জেলাগুলিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অনুপাত নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু৷ পাশাপাশি শিক্ষক বদলি সংক্রান্ত মামলার সংখ্যায় নাজেহাল আদালত। বিচারপতি বলেন, সবার লক্ষ্য কলকাতা বা তার আশেপাশে বদলি হয়ে চলে আসা৷ এত আবেদন আসছে যে গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে, মন্তব্য বিচারপতি বসুর। এ বিষয়ে রাজ্যের নীতি কী? জানতে চান তিনি।

 

 

আরও পড়ুন- OMR শিট বিকৃত মামলায় এবার ইডি-কে পার্টি করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতায় ১১৫ টা স্কুল আছে৷ এই স্কুলগুলিতে ৫০০-র বেশি শিক্ষক রয়েছেন৷ কিন্তু স্কুল প্রতি ৫০ জনের কম পড়ুয়া রয়েছে। সম্প্রতি আদালতে দাখিল হওয়া রাজ্যের রিপোর্ট দেখে এই  মন্তব্য করেন বিচারপতি বসু। ছাত্র রয়েছে এমন স্কুলে বদলির আবেদন করেছেন একজন শিক্ষক। সেই মামলাও শুনতে হচ্ছে বলে উল্লেখ করেন বিচারপতি। তাঁর প্রশ্ন, রাজ্য সরকারের যদি মনে হয়ে থাকে শিক্ষক সংখ্যা বেশি হয়ে গিয়েছে তাহলে নতুন নিয়োগ কেন? তিনি বলেন, যেখানে ছাত্র নেই সেখানকার শিক্ষকদের অন্য স্কুলে পাঠানো হোক। এই নিয়ে নীতি তৈরিতে রাজ্যের বাধা কোথায় ?  প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *