OMR শিট বিকৃত মামলায় এবার ইডি-কে পার্টি করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

OMR শিট বিকৃত মামলায় এবার ইডি-কে পার্টি করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 কলকাতা:  নবম দশমে ওএমআর শিট বিকৃত মামলায় সিবিআই-এর সঙ্গে এবার তদন্তে ইডি৷ এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  আজকের মধ্যেই ইডি-কে তদন্ত শুরু করার নির্দেশ দেন তিনি৷ নবম-দশম ভুয়ো সুপারিশপত্র পাওয়া ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি করছেন? এসএসসি-র কাছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট৷ জবাবে স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, ৮০ জন চাকরি করছেন৷ বাকিদের নিয়োগপত্র দেওয়া হলেও তাঁরা চাকরিতে যোগ দেননি৷ এর পরেই বাকি শতাধিক শূন্যপদে অবিলম্বে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ 

আরও পড়ুন- নতুন বছর জেলেই থাকবেন ‘অপা’, নির্দেশ আদালতের

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবার এই দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবে ইডি৷ মামলাকারীদের মূল অভিযোগ ছিল, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে৷ যেহেতু এই মামলায় প্রথম থেকেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেই কারণেই ইডি-কে এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ খুব স্পষ্ট ভাবে বলা হয়েছে, যে সকল চাকরি প্রার্থীরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাঁরা টাকার লেনদেন করেছিলেন কিনা, তা খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

এ প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘এটা খুবই সঙ্গত নির্দেশ৷ কারণ এর পিছনে প্রচুর টাকার লেনদেন রয়েছে৷ এই টাকার সূত্র কী, তা কোথায় গেল, এর সঙ্গে হাওলার টাকা যুক্ত রয়েছে কিনা, একাধিক প্রশ্ন উঠে আসবে৷ ইডি আর্থিক তছরুপের মামলাগুলি তদন্ত করে থাকে৷ ফলে এক্ষেত্রে তাদের পার্টি করা হলে কোনও ভুল নেই৷ ’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =