ফের জামিনের আবেদন খারিজ, পার্থ-সহ SSC কাণ্ডে ধৃত ৭ জনেরই জেল হেফাজতের নির্দেশ

ফের জামিনের আবেদন খারিজ, পার্থ-সহ SSC কাণ্ডে ধৃত ৭ জনেরই জেল হেফাজতের নির্দেশ

 কলকাতা: ফের জামিনের আবেদন খারিজ৷ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা-সহ এসএসসি কাণ্ডে ধৃত ৭ জনকে আবারও জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত৷ এদিন আদালতে নিয়োগ দুর্নীতির দুটি মামলার শুনানি ছিল৷ তাতে জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷  তাঁদের  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ অর্থাৎ ২৮ তারিখ পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁদের৷ 

আরও পড়ন- টেটের তালিকার মমতা-শুভেন্দু-সুজনের নাম! বিতর্ক ঢাকতে নয়া যুক্তি পর্ষদের

এদিন সওয়াল-জবাব চলার সময় অভিযুক্তদের আইনজীবীরা প্রভাবশালী তত্ত্বে কেন তাঁদের মক্কেলকে আটকে রাখা হচ্ছে, তা নিয়ে সওয়াল করেন৷ অন্যদিকে, এদিন বিচারক তদন্তকারীদের কাছে জানতে চান এখনও পর্যন্ত তারা কী কী জানতে পেরেছেন, নতুন কী কী তথ্য উঠে এসেছে৷ দুটি মামলার মধ্যে এদিন একটি মামলায় তদন্তকারীদের উদ্দেশে এই প্রশ্ন প্রশ্ন করেন বিচারক৷ সিবিআই-এর তরফে জানানো হয়, তারা এই মামলায় ৬৭৭ জনের নাম পেয়েছেন৷ তাঁদের নাম ম্যানুপুলেট করা হয়েছে৷

সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজির হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুনানি শেষে সিবিআই পার্থকে ১৪ দিনের জন্য ফের হেফাজতে চাইতেই প্রশ্ন তোলেন পার্থ। তিনি জানতে চান, ‘‘তদন্তের অজুহাতে কি তাঁকে অনন্তকাল হেফাজতে রেখে দিতে চাইছে সিবিআই?’’ যদিও আদালতে নিজের মুখে এ কথা বলেননি তৃণমূল বিধায়ক। তাঁর হয়ে একথা আদালতকে জানান তাঁর আইনজীবী সেলিম রহমান। পার্থের বক্তব্যকে উদ্ধৃত করে তিনি আদালতে বলেন, ‘‘শেষ ১৪ দিনে তদন্তের কী অগ্রগতি হয়েছে যে হেফাজতে রাখতে হবে? অনন্তকাল কি হেফাজতে থাকব আমি?’’