লক্ষ্মীবারে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’, কী ভাবে হবে ক্লাস?

লক্ষ্মীবারে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’, কী ভাবে হবে ক্লাস?

c2b84a327cb7be0089a962cdf5e9ed7f

কলকাতা:  আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে যাছে স্কুল৷ আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে গিয়ে ক্লাস করবে৷ অন্যদিকে, আগামীকাল থেকেই শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি৷ পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা  ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিতে অংশ নিতে পারবে। সম্পূর্ন করোনা বিধি মেনে এই কর্মসূচি চালু করা হবে৷ এর জন্য বিদ্যালয় শিক্ষা দফতরের তরফে স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দিনে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত অন্তত একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- #Budget2022: বন্ধ স্কুল, শিশু শিক্ষায় আনা হবে টিভি চ্যালেন, ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা

‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন৷ তাঁদের গোটা বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে৷ প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদেরও এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছে, বড় জায়গায় ৮০ থেকে ১০০ জন পড়ুয়া, ছোট জায়গায় ৪০ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির ক্লাস করা যাবে। যদি কোনও ছাত্র ছাত্রীর বাড়ি স্কুল থেকে দূরে হয় তাহলে তার নিকটবর্তী স্কুল থেকে যেখানে ‘পাড়ায় শিক্ষালয় প্রকল্পে’র ক্লাস নেওয়া হচ্ছে সেখানে গিয়ে সে ক্লাস করতে পারবে। 

ইতিমধ্যেই পাড়ায় শিক্ষালয় প্রকল্পের অধীনে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ক্লাস কোন কোন সময় নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত সময়সীমা সহ নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তাহে অন্তত দু’দিন করে প্রত্যেকটি শ্রেণির ক্লাস নিতে হবে। দু’ঘণ্টা ক্লাস হবে। স্কুল শিক্ষা দফতরের সূচি অনুযায়ী সোমবার ও বৃহস্পতিবার সপ্তম শ্রেণি, মঙ্গলবার ও শুক্রবার করে ষষ্ঠ শ্রেণি, বুধবার ও শনিবার পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে৷ সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত দুটি ভাগে এই ক্লাস নিতে হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *