#Budget2022: বন্ধ স্কুল, শিশু শিক্ষায় আনা হবে টিভি চ্যালেন, ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা

#Budget2022: বন্ধ স্কুল, শিশু শিক্ষায় আনা হবে টিভি চ্যালেন, ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা

নয়াদিল্লি: করোনাকালে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ খুদেরা বন্ধ রয়েছে ঘরের চার দেওয়ালে৷ এই অবস্থায় অনলাইন ক্লাসের উপর বিশেষ জোড় দেওয়া হয়েছে৷ কিন্তু অনলাইন ক্লাসে পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্য পাচ্ছে না৷ এই অবস্থায় পড়াশোনাকে আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় বাজেটে শিশুদের জন্য একটি বিশেষ টেলিভিশন চ্যানেলের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

আরও পড়ুন- #Budget2022: দেশজুড়ে খুলছে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’, বাজেটে মানসিক স্বাস্থ্য জোর

মূলত, ‘তপশিলিজাতির শিশুদের জন্য এই বিশেষ টেলিভিশন চ্যানেল আনা হচ্ছে৷ অর্থমন্ত্রী বলেন, ‘তপশিলি শিশুদের শিক্ষার ক্ষেত্রে এই টিভি চ্যানেল খুব বেশি ভাবে সাহায্য করবে৷  তিনি আরও জানান, ‘প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েরা এখান থেকে সাহায্য পাবে।’ এছাড়াও তাঁর ঘোষণা , ‘দেশের বিভিন্ন প্রান্তে আইটি হাব গড়ে তোলা হবে। আইটি হাবগুলি তৈরি করবে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলি৷’ 

এছাড়াও বাজেট ঘোষণায় নির্মলা সীতারমন বলেন, ‘অনলাইনে পড়াশোনায় উৎসাহ দিতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। লেহ–তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। দেশে একটি উচ্চশিক্ষা কমিশন গঠন করা হবে। দেশে প্রায় ১০০টি নতুন সৈনিক স্কুল গড়ে তোলা হবে। এছাড়াও আদিবাসী এলাকাগুলিতে ৭৫৮টি একলব্য স্কুল খোলা হবে।’

তবে কোথায় এই ডিজিটাল বিশ্ববিদ্যালয় খোলা হবে, সে প্রসঙ্গে কিছু উল্লেখ করেননি অর্থমন্ত্রী৷ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের অর্থ অনলাইনের মাধ্যমে উচ্চশিক্ষা৷ কিন্তু সেটা কতটা বাস্তবসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তবে তিনি জানিয়েছেন,  কোভিড আবহে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে৷ সেই কারণেই ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়া হবে। এর জন্য ন্যাশনাল টেলিমেন্টাল হেলথ সেন্টার তৈরি হবে। দেশজুড়ে মোট ২৩টি হেলথ সেন্টার তৈরি করা হবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর। নির্মলা আরও জানান, উত্তর-পূর্বের উন্নয়নে নয়া প্রকল্প আনা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *