কলকাতা: ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলায় হাই কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ নয়৷ সব পক্ষকে নোটিস দিন সুপ্রিম কোর্ট৷ ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ আদালত অবমাননার মামলার শুনানিও হবে না হাই কোর্টে৷ ডিএ ইস্যুতে হাই কোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ এনে তিনটি সংগঠনের মামলা হয়৷
আরও পড়ুন- SSKM-এ ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভ মমতার, উদ্বেগ ট্রমা সেন্টার নিয়ে
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি ছিল, আদালত অবমাননার মামলা গ্রহণীয় নয়।
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘ দিন ধরেই লড়াই করে আসছে। স্যাটে থেকে মামলা গড়ায় কলকাতা আদালতে। চলতি বছর ২০ মে কলকাতা হাই কোর্ট তার নির্দেশে জানায়, তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে৷ এই রায় কার্যকর হলে রাজ্যের সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে ডিএ পাবেন। কিন্তু, হাই কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ায় পরেও ডিএ না দেওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের হয়।
এর মধ্যেই ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কিন্তু রাজ্যের সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। তাঁরা পুরনো রায়ই বহাল রাখেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>