SSKM-এ ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভ মমতার, উদ্বেগ ট্রমা সেন্টার নিয়ে

SSKM-এ ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভ মমতার, উদ্বেগ ট্রমা সেন্টার নিয়ে

কলকাতা: চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগে রবিবার রাতে উত্তাল হয় এসএসকেএম হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসকদের মারধর থেকে শুরু করে ট্রমা কেয়ার চত্বর ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে পুলিশের পার্মানেন্ট ক্যাম্প থাকা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটে, তা জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে ট্রমা কেয়ার সেন্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- পঞ্চায়েতে অবাধ ভোট, শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ করলেন অভিষেক

জি২০ বৈঠকে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে বলেন, কেউ মারা গেলে দুঃখ-কষ্ট হয়, কিন্তু তা বলে মারধর, ভাঙচুর করা উচিত নয়। যদিও তিনি এও জানান, সকালেই এই বিষয়টি ‘হ্যান্ডল’ করে নিয়েছেন তিনি। ওদিকে ট্রমা কেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ”কত কষ্ট করে ট্রমা সেন্টার বানিয়েছি। অথচ কিছু লোক এসে সেটাকেই ভেঙে দিল।” তাই এই প্রেক্ষিতে সিনিয়র চিকিৎসক এবং পুলিশের ভূমিকা নিয়েই তাঁর প্রশ্ন এসেছে। ঘটনার সময় সিনিয়র চিকিৎসকরা কেন ছিলেন না, এও জানতে চান মমতা।

ঘটনাটি কী? আসলে জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে এক যুবকের মৃত্যুর পর মৃত্যুর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে বচসায় উত্তাল হয় এসএসকেএম হাসপাতাল চত্বর। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর করা হয়। এসএসকেএম-এ পুলিশের স্থায়ী ক্যাম্প থাকা সত্ত্বেও হেনস্থার স্বীকার হতে হয়েছে চিকিৎসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *