পঞ্চায়েতে অবাধ ভোট, শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ করলেন অভিষেক

পঞ্চায়েতে অবাধ ভোট, শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ করলেন অভিষেক

কাঁথি: আর কয়েক মাস পরেই রাজ্যের পঞ্চায়েত ভোট। সেই নির্বাচন নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। আর তার উত্তেজনা আজ আরও বৃদ্ধি করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন, যারা ভোটে লড়তে চায় না তারা নানা টালবাহানা করছে। তবে ভোট হবে অবাধ। একই সঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে ‘ওপেন চ্যালেঞ্জ’ করলেন অভিষেক। সভামঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি।

আরও পড়ুন- হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, ‘দুয়ারে রেশন’ নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

অভিষেক বলেন, রাজ্যের সবচেয়ে বড় তোলাবাজ, ঘুষখোরের নাম কী? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছে? সুদীপ্ত সেন কার নামে চিঠি দিয়েছে? কথায় কথায় তাঁকে তোলাবাজ বলা হয়। পরের সভায় বোঝা যাবে। এই মন্তব্য করে অভিষেক আরও বলেন, ১৫ দিন সময় দিচ্ছেন। এই কলেজ মাঠে আবার সভা হবে। দুর্নীতি ইস্যুতে লড়াই হবে, তিনি বিজেপিকে উলঙ্গ করে দেবেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, ‘বেইমান মুক্ত’ কর্মসূচির কথা, যা মেদিনীপুরে শুরু হবে রবিবার থেকেই। এখানে না থেমে অধিকারী পরিবারকেও নিশানায় নেন তৃণমূল নেতা। বলেন, বিশ্বাসঘাতকদের পূর্ব মেদিনীপুর ছাড়া করে ছাড়বেন, রাজনৈতিক ভাবে দেউলিয়া করে দেবেন।

যদিও অভিষেকের বক্তব্য, তিনি শিশির অধিকারীকে সম্মান করেন। তিনি তাঁকে কোনও দিন অসম্মান করেননি। তবে এটাও জানিয়ে রাখেন, বয়সের জন্য শ্রদ্ধা করেন, কাজের জন্য নয়। একই সঙ্গে তাঁর কথা, কাঁথি অধিকারী গড় নয়। এটা তৃণমূলের গড়। তিনি কোনও গড়ে আসেননি। বরং শুভেন্দু অধিকারী পালিয়ে গিয়েছেন ডায়মন্ড হারবার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *