প্রাথমিক টেটে পূর্ণ নম্বরের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর, তালিকা প্রকাশ হতেই বিতর্কে পর্ষদ

প্রাথমিক টেটে পূর্ণ নম্বরের চেয়ে বেশি প্রাপ্ত নম্বর, তালিকা প্রকাশ হতেই বিতর্কে পর্ষদ

কলকাতা: ফের প্রথমিক টেট নিয়ে বিতর্ক৷ পরীক্ষার ফল প্রকাশিত হতে দেখা গেল প্রাপ্ত নম্বর পূর্ণমানের চেয়ে বেশি৷  কেউ পেয়েছেন ১০৯ শতাংশ, কেউ আবার পেয়েছেন ১০০ শতাংশ নম্বর৷ প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই নতুন বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ আদালতের নির্দেশে ২০১৪-র টেটে উত্তীর্ণ প্যানেলভুক্তদের ব্রেক আপ প্রকাশ করল পর্ষদ৷ তালিকা প্রকাশ হতেই শুরু নম্বর বিতর্ক৷ কী ভাবে ১০০ নম্বরের পরীক্ষায় ১০৯ নম্বর পেলেন পরীক্ষার্থী? প্রশ্ন উঠতেই ভুল স্বীকার করে নিয়ে সংশোধনের আশ্বাস পর্ষদের৷  

আরও পড়ুন- হাফপ্যান্ট পরা মন্ত্রী ছিলেন! কাকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের৷ ২০১৪ টেটে উত্তীর্ণ যে সকল প্রার্থী প্যানেল ভুক্ত হয়েছিলেন, তাঁদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ সেই নির্দেশ মেনে সোমবার রাতে যে সকল ছাত্রছাত্রী প্যানেলভুক্ত হয়েছিলেন তাঁদের ব্রেক আপ প্রকাশ করা হয়৷ সেই তালিকা দেখেই চক্ষু চড়কগাছ৷  উচ্চমাধ্যমিকে কেউ ১০-এর মধ্যে ১০ পেয়েছেন, কেউ আবার ১০.৯ শতাংশ নম্বর পেয়েছেন৷ অর্থাৎ পূর্ণমানের চেয়েও বেশি নম্বর পেয়েছেন তাঁরা৷ কিন্তু, উচ্চমাধ্যমিকের ইতিহাসে এখনও পূর্ণ নম্বর বা তার চেয়ে বেশি নম্বর পাওয়ার রেকর্ড নেই৷ স্বাভাবিক ভাবেই এই নম্বর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ তবে এই বিষয়টি নিয়ে বিকর্ত শুরু হতেই নিজেদের ভুল মেনে নিয়েছে পর্ষদ৷ সংশোধনের আশ্বাসও দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, সোমবার ডিএলএড-এর পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল৷ সেই বিতর্কের ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আরও একবার বিতর্কের মুখে পড়ল পর্ষদ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *