হাফপ্যান্ট পরা মন্ত্রী ছিলেন! কাকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ

হাফপ্যান্ট পরা মন্ত্রী ছিলেন! কাকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ

কলকাতা: বাংলার রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি অনেক বেশি স্বাভাবিক হয়ে গিয়েছে। ইস্যু যাই হোক না কেন, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না কোনও দলেরই নেতা। এবার যেমন তৃণমূল কংগ্রেসের এক সাংসদ নিশানা করলেন কংগ্রেস সাংসদকে। তাঁকে হাফ প্যান্ট পরা মন্ত্রী ছিলেন বলে খোঁচা দিলেন। কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন এবং বহরমপুরের কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। ঠিক কী বলেছেন শান্তনু?

আরও পড়ুন- বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ, বিক্ষোভে পড়ুয়ারা

মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল কংগ্রেসের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীকে নিশানা করেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের জন্য অনেক কাজ করেছিলেন। কিন্তু তিনি সেই দফতরের প্রতিমন্ত্রী থাকাকালীন রেলের ভাড়া বাড়ানো হয়েছিল বলে তাঁর। শান্তনুর খোঁচা, কিছুদিনের জন্য কেন্দ্রীয় সরকারের হাফপ্যান্ট পরা রেলমন্ত্রী ছিলেন। আর মন্ত্রী হওয়ার পরই ভাড়া বাড়ানো হয়েছিল। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে একটা শিল্পের জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর মেট্রোর ভাড়া বাড়িয়ে দেওয়া, প্লাটফর্ম টিকিটের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। মন্তব্য করেন তৃণমূল সাংসদ।