বগটুই-কাণ্ডে নিষ্ক্রীয় পুলিশ, তীব্র ভর্ৎসনা মমতার

বগটুই-কাণ্ডে নিষ্ক্রীয় পুলিশ, তীব্র ভর্ৎসনা মমতার

রামপুরহাট: বগটুই-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি দিলেন তিনি৷ বগটুইয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসডিপিও, ওসি, আইসি কেউ নিজের দায়িত্ব পালন করেননি৷ ডিআইবি-ও নিজেদের দায়িত্ব পালন করেনি৷ যারা দায়িত্ব পালন করেননি আমি তাঁদের কঠোর শাস্তি চাই৷ তাঁরা অবহেলা না করলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটত না৷ মুখ্যমন্ত্রী সাফ জানান, যে অ্যাকটিভলি কাজ করবে পুলিশ তাঁকে স্যালুট জানাবে৷ কিন্তু যাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন না, এনজয় করে বেরাবেন, তাঁদের পুলিশে চাকরি করার প্রয়োজন নেই৷  সেই সঙ্গে তাঁর কড়া নির্দেশ, একে পেলাম না, ওকে পেলাম না, পালিয়ে গিয়েছে, এসব কথা শুনব না৷ যেখান থেকে হোক ধরে নিয়ে আসতে হবে৷ 

আরও পড়ুন- সিটের রিপোর্ট পেশ আদালতে, সাসপেন্ড হলেন রামপুরহাট থানার আইসি

মমতা বলেন, ‘‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা৷ ভাবতে পারিনি এমন নৃশংশ ঘটনা ঘটতে পারে৷ সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে অশান্তির আগুন জ্বলছে৷ তাও কয়েকটা মানুষের জন্য৷ ভাদু খুন হওয়ার পর আরও দশটা বাড়িতে আগুন লাগানো হয়েছে৷’’ এর পরেই ডিজি’র উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আনারুল হোসেনকে গ্রেফতার করতে হবে৷ কারণ, অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ করেননি তিনি৷ সময় মতো পুলিশ পাঠানো হলে এমন ঘটনা নাও ঘটতে পারত৷ এছাড়াও একজন খুন হওয়ার পরে এসডিপিও-র উচিত ছিল সতর্কতা অবলম্বন করা৷ এই গ্রামে আগেও অনেক খুন হয়েছে৷ এর পরেও এসডিপিও তাঁর  দায়িত্ব পালন করেননি৷ একই ভাবে আইসি-ডিআইবি নিজেদের দায়িত্ব পালন করেননি৷ মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, যারা যারা দায়িত্ব পালন করেননি এবং এমন ঘটনা ঘটছে শুনেও পুলিশকে ঠিকমতো কাজে লাগায়নি, তাদের কঠোর শাস্তি চাই৷ এমন ভাবে মামলা সাজাতে হবে যাতে জামিন না পায়৷ খুনের ঘটনা যেমন খারাপ, পুড়িয়ে মারার ঘটনাও অত্যন্ত নিন্দনীয়৷

মুখ্যমন্ত্রী বলেন, এমন ঘটনা ঘটতে পারে, সেই আঁচ পেয়েও পুলিশ পিকেটিং করেনি৷ এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দোষীরা ছাড় পাবে না৷ সেই সঙ্গে সারা বাংলায় তল্লাশি চালিয়ে যত বোমা আছে, অস্ত্র আছে তা উদ্ধার করতে হবে৷  দুই এক জনের গাফিলতির জন্য যেন কেউ গোটা ফোর্সের বদনাম না করতে পারে৷