পুজোর আগেই গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে নিয়োগ, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

পুজোর আগেই গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে নিয়োগ, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

2a3599e6746146f36b2d51a6d6c63603

কলকাতা: নবম-দশম শ্রেণিতে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে বেআইনি নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকা চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি জানান, যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতেই এই পদক্ষেপ৷ তবে শুধু শিক্ষক নিয়োগ নয়, পুজোর আগে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি তাঁর নির্দেশ, কউন্সিলিংয়ের দিনেই নিয়োগ পত্র তুলে দিতে হবে প্রার্থীদের৷ 

আরও পড়ুন- অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা এখনই নিষ্পত্তি নয়, জানিয়ে দিল হাইকোর্ট

গত ৯ ফেব্রুয়ারি ৫৭৩ জন প্রার্থীর বেতন বন্ধের পাশাপাশি তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত। মামলাকারী লক্ষী টুঙ্গা প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটির রিপোর্ট উল্লেখ করে বলেন, মোট ৬০৯ জন প্রার্থীকে গ্রুপ ডি-তে  অবৈধ ভাবে চাকুরি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫৭৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এসএসসির গ্রুপ ডি-তে জেলা ভিত্তিক ৫৭৩ টি শূন্যপদ রয়েছে। বিচারপতির নির্দেশে সেগুলি বাতিল করা হয়েছিল। বুধবার সেই শূন্যপদ মেধার ভিত্তিতে অবিলম্বে পূরণ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৮শে সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ। যদিও এসএসসির আইনজীবী সুতনু পাত্র জানান, এত অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্ভব নয়। এর পরেই ১০০ জন করে ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দেওয়া হয়৷