অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা এখনই নিষ্পত্তি নয়, জানিয়ে দিল হাইকোর্ট

অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা এখনই নিষ্পত্তি নয়, জানিয়ে দিল হাইকোর্ট

74207a6308a4b3938f65b089adfe34eb

কলকাতা: রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে যে নিয়োগ দুর্নীতি মামলা, তার এখনই নিষ্পত্তি করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করা হয়, এই মামলার তদন্ত চলছে। তাই এখনই যাতে এই মামলা নিষ্পত্তি না করা হয়। সেই আবেদনেই সাড়া মিলেছে।

আরও পড়ুন- পুজোর আগেই নিয়োগ চান বিচারপতি, SSC ও CBI-কে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ

পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন। অঙ্কিতার চাকরি তো গিয়েছেই, এতদিন ধরে পাওয়া সব বেতনও ফিরিয়ে দিতে হয়। মামলাকারী ববিতা সরকারকে তাঁর জায়গায় নিয়োগ দিয়ে অঙ্কিতার বেতনের টাকাও তাঁকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু সিবিআই জানিয়েছে, এই ইস্যুতে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, তাই এখনই মামলা যাতে নিষ্পত্তি না করা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আবেদন গ্রহণ করেন এবং এখনই মামলা নিষ্পত্তি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই মামলা যিনি করেছিলেন সেই ববিতা সরকার কয়েক মাস আগেই কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ দেন। এই স্কুলেই কারচুপি করে চাকরিতে ঢুকেছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই বেআইনি নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন ববিতা। কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন অঙ্কিতা। তাঁর শূন্য স্থানেই নিয়োগপত্র দেওয়া হয় ববিতা সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *