ব্রেকিং: হস্তক্ষেপ করছে কেন্দ্র, কলেজিয়াম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা

ব্রেকিং: হস্তক্ষেপ করছে কেন্দ্র, কলেজিয়াম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা

কলকাতা:  মেঘালয় সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলেজিয়াম নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷ এদিন বিচারবিভাগীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- ব্রেকিং: হাইকোর্টে চত্বরে কোনও পোস্টার নয়, করা যাবে না মিটিং-মিছিল! এল নির্দেশ

তিনি বলেন,  এতে ওদের কোনও মতলব আছে। এটা নতুন কোনও পরিকল্পনা। যদি কেন্দ্রীয় সরকার তাদের প্রতিনিধি কলেজিয়ামে রাখে, তাহলে রাজ্যও মুখ্যমন্ত্রী বা কোনও প্রতিনিধিকে কলেজিয়ামে রাখবে। এর পর  রাজ্য হাই কোর্ট থেকে কলেজিয়াম সুপারিশ পাঠাবে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট কলেজিয়াম সুপারিশ পাঠাবে কেন্দ্রের কাছে। ফলত এক্ষেত্রে রাজ্যের সুপারিশের কোনও মূল্যই থাকে না। কেন্দ্রীয় সরকার সরাসরি বিচারবিভাগে সরাসরি হস্তক্ষেপ করবে৷ তাঁর কথায়, আমরা এটা চাই না৷ আমরা সকলের জন্য সুবিচার চাই৷ বিচারব্যস্থা আমাদের কাছে মন্দিরের মত৷ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়৷ 

মমতা আরও বলেন, আমরা তাদের সমর্থক হল আমাদের সুপারিশও এক মাসের মধ্যে গ্রহণ করা হত৷ কিন্তু, তেমনটা না হওয়ায় গত তিন বছর ধরে তালিকা ঝুলে রয়েছে৷ আমাদের গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে৷ এর আগেও তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন কলেজিয়ামের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন্দ্র আর পাঁচটা জায়গার মতো বিচারপতি নিয়োগেও নিজেদের কর্তৃত্ব ফলাতে চায়। আসলে বিচারব্যবস্থাকেও নিজেদের অধীনে রাখতে চায় কেন্দ্রের সরকার।’
 

 

 এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন বলেন, “সর্বত্র এজেন্সির হস্তক্ষেপ। গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে। আমরা বিচার ব্যবস্থাকে বিশ্বাস করি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পুরোপুরি আস্থা আছে। তাই কেউ বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে না৷’’