মীনাক্ষীদের প্রিজন ভ্যানে তুলতেই আসরে ABVP, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি অগ্নিমিত্রার

মীনাক্ষীদের প্রিজন ভ্যানে তুলতেই আসরে ABVP, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি অগ্নিমিত্রার

6f40cc2de82a7e24ea632a15c4cb0191

কলকাতা: ২০১৪ টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড প্রার্থীদের আন্দোলনে লেগেছে রাজনীতির রং৷ শুক্রবার করুণাময়ীর রাস্তায় চাকরিপ্রার্থীদের হয়ে ময়দানে নামে বাম যুব-ছাত্র নেতারা৷ সিটি সেন্টার মোড়ে অবস্থানে বসেন তাঁর৷ সেখান থেকে মীনাক্ষী, কলতান, ময়ূখদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশ প্রিজন ভ্যানে৷ এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় এবিভিপির সমর্থকরা। তাঁরাও রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে। পুলিশ তাঁদের সেখান থেকে তোলার চেষ্টা করলে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা৷ শেষ পর্যন্ত তাঁদেরও প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান পুলিশকর্মীরা।

আরও পড়ুন- ‘তাঁর নাটক ধরা পড়ে গেছে’, মমতাকে তুলোধনা করলেন অগ্নিমিত্রা

এদিকে, গতরাতের ঘটনার প্রতিবাদে মিছিল বার করেন বিজেপি নেতাকর্মীরা। রাজ্য বিজেপির দফতরের সামনে থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে শুরু করেন তাঁরা৷ মিছিলের একেবারে অগ্রভাগেই রয়েছেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখরিত কলকাতার রাস্তা। ওই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর দাবি, উনি প্রতিশ্রুতি দিয়েছিলে৷ কিন্তু তা পালন করছেন না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।” 

বৃহস্পতিবার মধ্য রাতে টেট পাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আন্দোলন ‘জোর করে’ তুলে দেওয়ার প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। রাস্তায় পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। তাঁর ছবি পোড়ানো হয়েছে বলেও অভিযোগ। মিছিলে হাঁটতে হাঁটতেই অগ্নিমিত্রা বলেন, ‘‘ন্যায্য দাবিতে প্রতিবাদ করছিলেন টেট উত্তীর্ণরা। গরু পাচার করেননি। সোনা বা কয়লা পাচার করেননি। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার পুলিশকে লেলিয়ে দিয়ে রাত দেড়টা-দু’টোর সময় প্রতিবাদীদের শিয়ালদহ, হাই কোর্টে ছেড়ে দিয়ে এসেছে। এ সব বরদাস্ত করা যায় না।’’